Sasraya News

Fire : আগুনে পুড়ল গবাদিপশু ও ঘরদোর

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : কালনা মহাকুমার মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে গত রবিবার রাতে আগুনে (fire) ভস্মীভূত হয় একজন কৃষকের বাড়ি। কৃষকের নাম দেবাশীষ সাঁই। আগুনে তার ক’য়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। খড়ের পালুই, ধানের মরাই, একটা গোয়ালঘর এবং গোয়াল ঘরের ভেতরে তিনটি গরুও পুড়ে মারা যায়। সূত্রের খবর,  আগুন লাগার পর যখন দেবাশীষ বাবু বুঝতে পারেন তখন উনি চিৎকার শুরু করে দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই চাষের মেশিন লাগিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে উল্লেখ। স্থানীয় মানুষজন অনুমান করেন,  কারণ      মশা তাড়ানোর ধোঁয়া থেকেই আগুন লাগতে পারে! তবে নির্দিষ্ট কারণ জানা যায়নি। 

আরও খবর : Murshidabad : হঠাৎ আগুন লেগে পুড়ল মাঠের গম

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read