Sasraya News

Friday, March 28, 2025

FIR Against Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়-এর নামে ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় FIR

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে উষ্কানি মূলক মন্তব্যের অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে এফ আই আর (FIR Against Mamata Banerjee) একজন আইনজীবীর। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্যে তৃণমূল চেয়ারপার্সন বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। তবে এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।” তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের দ্বারস্থ সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল (Adv. Vineet Jindal)। তাঁর অভিযোগ, “দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লি জ্বলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে।” এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিনীত জিন্দাল দিল্লির পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন বলে উল্লেখ। সূত্রের খবর, বিনীত জিন্দাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়-এর নামে ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেন। শুধু দিল্লি পুলিশ কমিশনারকেই নয়, আইনজীবী বিনীত জিন্দাল তাঁর অভিযোগের প্রতিকপি দেশের রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রককেও ফরোয়ার্ড করেন বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : TMC : আর জি কর কাণ্ডের প্রতিবাদে তিন দিনের কর্মসূচী তৃণমূল কংগ্রেসের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment