Sasraya News

Wednesday, April 23, 2025

Filmmaker Utpalendu Chakrabarty Passed Away : প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক (Filmmaker Utpalendu Chakrabarty  Away) উৎপলেন্দু চক্রবর্তী (৭৮)। চলতি বছরের মে মাসে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তবে সে যাত্রায় বাড়ি ফিরলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধেবেলা অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই প্রয়াত হন বিশিষ্ট পরিচালক। সূত্রের খবর, সন্ধেবেলা চা-ও খেয়েছিলেন বলে উল্লেখ।

তাঁর পরিচালিত ‘চোখ’ সিনেমা ১৯৮২ সালে জাতীয় পুরস্কার পায়। ওই ছবির জন্য উৎপলেন্দু চক্রবর্তীও সেরা পরিচালকের পুরস্কার পান। এনএফডিসি গোল্ড মেডেল পেয়েছিলেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন।

সূত্রের খবর, প্রস্টেট সমস্যাতে ভুগতেন উৎপলেন্দু। এছাড়াও কোমরের হাড় ভাঙে পড়ে গিয়ে। তবে মঙ্গলবার সন্ধেবেলা হৃদরোগ কেড়ে নিল তাঁর প্রাণ। উল্লেখ্য যে, পরিচালক ও কবি শতরুপা সান্যালের সঙ্গে বিবাহ হয় তাঁর। তবে পরিচালক দম্পতির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের কন্যা চিত্রাঙ্গদা চক্রবর্তী ও ঋতাভরী চক্রবর্তী চলচ্চিত্র ও বিনোদন জগতে পরিচিত মুখ।

উৎপলেন্দু চক্রবর্তী -এর প্রয়াণে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতে। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা ও বিনোদন জগতের মানুষজন।

আরও খবর : RG Kar Protest : অন্যায়ের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রাক্তনীরা

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment