Sasraya News

Fairytale, Debleena Saurav | অসম বয়সের ভালবাসায় নতুন গল্প, ‘ফেয়ারি টেল’-এ দেবলীনা-সৌরভের সাহসী রসায়ন

Listen

কৌশিক রায় ✪ সাশ্রয় নিউজ : শান্তিনিকেতনের শান্ত পরিবেশেই গড়ে উঠেছে এক অনন্য প্রেমকথা। পরিচালক অংশুমান চক্রবর্তী (Anshuman Chakraborty) তৈরি করছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ফেয়ারি টেল’ (Fairy Tale)। এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা (Debleena) ও অভিনেতা সৌরভ দাস (Saurav Das)-কে এক সম্পূর্ণ নতুন ভূমিকায়। প্রেমের গল্পে বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা, সেই বার্তাই উঠে আসছে ছবির মূল সুরে।

ছবির কেন্দ্রে রয়েছেন অ্যাঞ্জেলিনা (Angelina)। মাথাভর্তি ঘন কালো কোঁকড়ানো চুল, নীল চোখ আর মাথায় স্কার্ফ বাঁধা এই নারীকে দেখে প্রথমে বিদেশিনি বলেই মনে হবে। আসলে তিনি অর্ধেক ফরাসি (French), অর্ধেক বাঙালি। মা ফরাসি হলেও বাবার টানে বাংলার মাটিতেই তাঁর শেষ ঠিকানা। শান্তিনিকেতনে থাকেন অ্যাঞ্জেলিনা। বয়স পেরিয়েছে চল্লিশ। অথচ প্রেমে পড়েছেন বছর আঠাশের প্রান্তিক (Prantik)-এর। প্রান্তিক বিশ্বভারতীর ছাত্র। তাদের সম্পর্ককে নিয়ে নানা প্রশ্ন থাকলেও পরিচালক এখানে পরিণতির খোঁজে যাননি। এমন প্রেমের বাস্তব রূপকেই ধরেছেন ক্যামেরায়। অ্যাঞ্জেলিনার চরিত্রে অভিনয় করছেন দেবলীনা। এই চরিত্রের জন্য তাকে রীতিমতো ফরাসি ভাষা শিখতে হয়েছে।

দেবলীনা দত্ত ও সৌরভ দাস। ছবি: সংগৃহীত

একটি বিশেষ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা বলেন, “এই ধরনের চরিত্রে আগে কখনও কাজ করিনি। এখানে আমাকে সম্পূর্ণ ফরাসি টানে ইংরেজি বলতে হয়েছে। বাংলাও বলেছি ভাঙা-ভাঙা। তবে রবীন্দ্রনাথ (Rabindranath) কিন্তু মুখস্থ অ্যাঞ্জেলিনার।” আসলে শান্তিনিকেতনে আসার আগে ফ্রান্সেই বড় হয়েছেন তিনি। অভিনেত্রী আরও জানান, “ভাষা শেখার সময় একাগ্রতা ছিল সব থেকে বড় সহায়। এই অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে।” অন্যদিকে প্রান্তিকের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। তিনি জানান, এই ছবির গল্পটাই আলাদা। ছবিতে প্রান্তিকের জীবনে রয়েছে রশ্মি (Rashmi) নামের আরেক নারী। ফলে তাঁর চরিত্রের দ্বন্দ্ব বেশ জটিল। সৌরভ বললেন, “সব সম্পর্কের কি পরিণতি থাকে? এখানেও আমরা কোনও পরিণতির খোঁজ করছি না। বরং রশ্মি ও অ্যাঞ্জেলিনার সঙ্গে সম্পর্কের ভারসাম্য কীভাবে রাখবে প্রান্তিক, সেটাই মজার।”

দেবলীনা ও সৌরভ এর আগেও একসঙ্গে কাজ করেছেন। কিন্তু এই ছবির অভিজ্ঞতা তাদের কাছে সম্পূর্ণ ভিন্ন। অসম বয়সের সম্পর্ক নিয়ে নানা সমাজকথা থাকলেও দেবলীনার মতে, ভালবাসাই শেষ কথা। অভিনেত্রী বলেন, “সম্পর্কে বয়সের ফারাক হোক, সমলিঙ্গের প্রেম হোক, ভালবাসাই মুখ্য। প্রেমকে আর কোনওভাবে ব্যাখ্যা করতে চাই না আমি।” ছবিটির শুটিং হয়েছে ভরা গরমে, শান্তিনিকেতনের বোলপুরে। ছবির মুক্তির দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেই জানাচ্ছেন নির্মাতারা। তবে ছবিটি প্রকাশ্যে এলে অসমবয়সি প্রেম নিয়ে দর্শকের মননে নতুন আলোচনার জন্ম দেবে তা বলাই যায়। পরিচালক অংশুমান এই ছবির মাধ্যমে দর্শকদের যে নতুন ধরনের রোম্যান্টিক গল্পের স্বাদ দিতে চলেছেন, তা সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়েছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Subhasree Ganguly : শুভশ্রীর জীবনের অন্তরঙ্গ সুরে সফলতার পরিপূর্ণতা ও মাতৃত্বের বিস্তার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read