Sasraya News

Extramarital Affair | স্কুল-ছাত্র প্রেমিকের জন্য স্বামী-সন্তান ছেড়ে গেলেন, শেষমেশ ফিরতেও পারলেন না

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : এক স্বপ্নভঙ্গের কাহিনি নেটমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে (video) ধরা পড়েছে এক বধূর কান্না, যিনি স্বামীকে (Husband) হাতজোড় করে অনুরোধ করেও আর ফিরতে পারলেন না সংসারে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরা। কেউ সমর্থন করেছেন স্বামীর কঠোর সিদ্ধান্তকে, কেউ আবার সহানুভূতি জানিয়েছেন বধূর প্রতি। সূত্রের খবর, বিয়ের পর বেশ সুখেই সংসার করছিলেন ওই মহিলা। চার বছরের এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের। তবে কর্মসূত্রে স্বামী বাড়ির বাইরে গেলে সেই ফাঁকেই বধূর জীবনে আসে নতুন প্রেম। ওই তরুণীর হৃদয় জুড়ে বসেন তাঁরই এলাকার দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া নাবালকের (Student Lover)। প্রথমে আলাপ, তারপর ঘনিষ্ঠতা। ধীরে ধীরে প্রেমে জড়িয়ে পড়েন তাঁরা। সংসার, সন্তান, সামাজিক দায়-দায়িত্ব সব ভুলে প্রেমিকের হাত ধরেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বাস্তবে তা কার্যকরও করেন। তবে প্রেমের বাস্তবতা বড় কঠিন। পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই প্রেমিকের (Lover) আসল চেহারা প্রকাশ্যে আসে। অভিযোগ, প্রেমিক নাকি ওই মহিলার সঙ্গে প্রতারণা করেন। তাঁর সমস্ত ফয়দা তুলে নিয়ে তাঁকে ফেলে দেন। উপায়ান্তর না দেখে শেষমেশ বধূ ফের স্বামীর বাড়ির দিকেই ফিরে আসেন। মনে করেছিলেন, হয়ত ভুল স্বীকার করলে সংসারে ফিরতে পারবেন। কিন্তু ভাগ্য তাঁকে আর সেই সুযোগ দেয়নি।একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে থানায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন ওই মহিলা। পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে তাঁর স্কুলপড়ুয়া প্রেমিক। সামনের চেয়ারে বসে আছেন স্বামী। পাশে দাঁড়িয়ে তাঁর ছোট্ট মেয়ে। এক সাংবাদিককে সেখানে নানা প্রশ্ন করতে শোনা যায়। প্রশ্নোত্তরের মাঝেই বেরিয়ে আসে গোপন প্রেমের কাহিনি। স্ত্রীকে এমন অবস্থায় দেখে মুখ খোলেন স্বামীও। ভিডিওতে শোনা যায়, স্বামী বলছেন, “আমি মরে গেলেও একে আর ঘরে ফিরিয়ে নেব না।” স্ত্রীর কাতর অনুরোধ, কান্না, হাতজোড়াও মন গলাতে পারেনি তাঁর।

ReadLive in Vs Marriage | বিয়ে না সহবাস? সমাজের চোখে বদলাচ্ছে সম্পর্কের সংজ্ঞা

‘ঘর কা কলেশ’ (Ghar Ka Kalesh) নামের এক এক্স (X) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, মহিলা স্বামীর পা ধরে কাঁদছেন, ক্ষমা চাইছেন। কিন্তু স্বামী কোনও কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছেন। এই ভিডিওই রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়। ইতিমধ্যেই লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে গিয়েছে পোস্ট। নেটাগরিকদের (Netizens) মধ্যে একজন লিখেছেন, “ঠিকই করেছেন ওই ভদ্রলোক। স্বামী আর সন্তানকে ছেড়ে যাওয়ার সময় তো ভাবেননি।” আরেকজন লিখেছেন, “ভুল মানুষেই হয়। ক্ষমা করে দিলেই বা ক্ষতি কী!” অনেকেই আবার কটাক্ষ করেছেন সেই স্কুলপড়ুয়া প্রেমিককে। একজনের মন্তব্য, “দ্বাদশ শ্রেণির পড়ুয়া কি এমন সম্পর্ক বোঝে? এ যে গোটা পরিবারটাই শেষ করে দিল।” অন্যদিকে, কেউ কেউ আবার বলছেন, ‘‘অল্প বয়সে এ রকম ভুল হতেই পারে। সমাজ ও পরিবার দু’পক্ষকেই সহানুভূতি দেখাতে হবে।’’

Read | Sexuality : সাফল্যের পথে কামনার কাঁটা: যৌন উত্তেজনা নিয়ন্ত্রণই আসল শক্তি

যদিও সাশ্রয় নিউজ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবুও, এই ঘটনা নতুন করে সামনে আনল বিশ্বাসভঙ্গ, আবেগ, ও সম্পর্কের টানাপোড়েনের করুণ বাস্তব। কোনও সম্পর্কই শুধু ভালবাসার ভিত্তিতে টেকে না। সেখানে দায়িত্ব, পরিণতিবোধ ও সিদ্ধান্তের দৃঢ়তাও প্রয়োজন এমনই মন্তব্য করছেন মনোরোগ বিশেষজ্ঞরাও। তবে, শেষ পর্যন্ত কার দোষ বেশি, সমাজ কি সত্যিই ক্ষমা করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বাস্তবের এই করুণ কাহিনি আপাতত থেকে যাবে সমাজের দর্পণে এক কঠিন শিক্ষার নিদর্শন হিসেবে।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Marriage in Nephew | কাকীমার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করল ভাইপো, সামনে স্বামী-সন্তান, ভাইরাল বিয়ের ভিডিও ঘিরে তোলপাড় জামুই

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read