Sasraya News

Wednesday, June 18, 2025

Extramarital affair : বন্ধ দরজার পেছনে কী চলল? পরকীয়ার অবাক সবাই

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : টলিপাড়া যেন ক্রমশ বাস্তবতার চেয়েও রোমাঞ্চকর কোনও স্ক্রিপ্টের অংশ হয়ে উঠছে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানির আড়ালে, গ্ল্যামারের গ্লিটার মুছে গিয়ে বেরিয়ে আসছে সম্পর্কের অজানা অধ্যায়। সম্পর্কের মানচিত্রে বারবার টান পড়ছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে ফের উত্তাল টলিউড। বন্ধ ঘরের ভিতরে একজন বিবাহিত নায়ক ও বিবাহিত নায়িকাকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়াচ্ছে শিল্পীমহলে। দিন ক’য়েক আগেই টলিপাড়ায় জোর শোরগোল পড়েছিল এক তারকা দম্পতির বিচ্ছেদ জল্পনা নিয়ে। কিন্তু এবার খবরের শিরোনামে উঠে এসেছেন একাধিক হিট ছবির নায়িকা ও তাঁর সহ-অভিনেতা। দু’জনেই বিবাহিত, এবং দীর্ঘদিন ধরে আলাদা আলাদা সংসারে সুখেই ছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি এক গোপন মুহূর্ত তাঁদের সম্পর্কে এক নতুন মাত্রা এনে দিয়েছে।

ছবি : প্রতীকী

ঘটনাস্থল, শহরের অন্যতম প্রভাবশালী এক ব্যবসায়ীর বিশাল বাংলো। সেদিন সন্ধ্যায় ছিল তাঁর জন্মদিনের পার্টি। অতিথি তালিকায় টলিপাড়ার প্রথম সারির পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা। সকলেই আপাতদৃষ্টিতে ছিলেন আনন্দে মাতোয়ারা। কিন্তু রাত যত এগিয়েছে, ততই বদলাতে শুরু করে ছবির রং। আলো-আঁধারির ফাঁকে চোখ এড়াতে না পেরেই ধরা পড়ে যান এই দুই তারকা।চোখে চোখ, তারপর ঠোঁটে ঠোঁট। কেউ একজন আচমকাই দরজা ঠেলে ফেলার পর খুলে যায় রহস্যের পর্দা। একান্তে ছিলেন তাঁরা। কারও স্পষ্ট বক্তব্য, তাঁদের আচরণ ছিল “উন্মত্ত”। চুম্বন চলছিল এমন আবেগে, যেন আশপাশের জগৎটাই বিলুপ্ত। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি দাঁড়ায় বিব্রতকর জায়গায়। কেউ কেউ অবাক হয়ে থেমে যান, কেউ আবার মুখ ফিরিয়ে নেন অস্বস্তিতে।

অভিনেতা, যিনি বিদেশ থেকে সিনেমার পড়াশোনা করে এসেছেন, তাঁর সম্পর্কে টলিপাড়ায় বরাবরই একটা “অন্যরকম” গ্রহণযোগ্যতা ছিল। ব্যক্তিত্বে আত্মবিশ্বাস, মেধায় পরিশীলন, সব মিলিয়ে প্রশংসিতও। আর অভিনেত্রী? তিনিও সহজে কারও ছায়ায় থাকেন না। স্টুডিওপাড়া থেকে বড় পর্দা, তাঁর নিজস্ব লড়াই এবং অর্জন তাঁকে পৌঁছে দিয়েছে প্রথম সারিতে। তাঁদের দু’জনের এই হঠাৎ অন্তরঙ্গ মুহূর্ত দেখে অনেকেই হতবাক। কারণ, তাঁদের বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা ছিলেন বেশ সংযত। নিজেদের সম্পর্ক কখনও প্রকাশ্যে আনেননি। বিয়েও করেছিলেন একপ্রকার গোপনে। সেই নিয়েই এক সময় বিস্তর জল্পনা ছড়িয়েছিল। তবে এ বার যা ঘটল, তা যেন আগুনে ঘি ঢালল। যদিও এখনও পর্যন্ত দুই তারকার কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তাঁদের প্রতিনিধিরাও ‘নো কমেন্টস’ অবস্থানে। তবে এই ঘটনার ভিডিও নাকি ইতিমধ্যেই একটি প্রযোজনা সংস্থার কর্মীর হাতে এসে পৌঁছেছে। ফলে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তাঁদের এই ‘চুম্বন অধ্যায়’ আরও বড় বিতর্কের জন্ম দেবে?

টলিপাড়া এখন মুখে মুখে একটাই প্রশ্ন, এটা কি এক রাতের ‘মিসটেক’, নাকি দীর্ঘদিনের দমবন্ধ ভালবাসার অকস্মাৎ প্রকাশ? কেউ বলছেন এটা নিছকই গসিপ, আবার কেউ বলছেন, ‘নেই আগুন, শুধু ধোঁয়া?’ যে যাই বলুক না কেন, বন্ধ দরজার পেছনের এই চুম্বন এখন রীতিমতো টক অব দ্য টাউন।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Shreyas Iyer : কে এডিন রোজ, যে শ্রেয়সের প্রেমে পাগল! নেটদুনিয়ায় তুমুল চর্চা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment