



অন্যের বউকে পালিয়েছিলেন যুবক, নাক কেটে শাস্তি
সাশ্রয় নিউজ ★ আজমীর : যুবকের বিরুদ্ধে অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। গত জানুয়ারি মাস থেকে একত্রে থাকছিলেন ওই মহিলার সঙ্গে। মহিলার বাড়ির লোক গিয়ে তাঁদের পাকড়াও করে। শুরু হয় বাদানুবাদ। বাদুনুবাদ বাড়লে, মহিলার বাড়ির লোক যুবকের নাক কেটে দেন বলে উল্লেখ। আরও উল্লেখ যে, রাজস্থানের নাগৌর জেলার ঘটনাটি। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেন পুলিশ। নাগৌর পুলিশ সূত্রে খবর, ‘বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটনাটি ঘটে। একটি কৃষিকাজের ধারালো যন্ত্র দিয়ে হামিদ নামের ওই যুবকের নাক কাটার অভিযোগমহিলার ভাই ও দাদার বিরুদ্ধে। এছাড়াও তাঁকে রড ও লাঠি দিয়ে প্রহার করা হয় বলে অভিযোগ আসে। ঘটনায় ৫ জন গ্রেফতার হয়েছেন। তদন্ত চলছে।’ আজমীর পুলিশের আইজি ভুপিন্দর সিং জানান, ‘হামিদ নামের ওই যুবকের নাক কেটে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়েন অভিযুক্তরা।’
ছবি : প্রতীকী
