



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি ও কলকাতা: ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay / Abhijit Ganguly)। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে সূত্রের খবর। শনিবার রাতে তাঁকে আইসিইউ থেকে সরিয়ে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি স্থিতিশীল আছেন, তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা এখনই নেই। দিল্লিতে অবস্থানরত অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর আত্মীয় ও বিজেপি নেতাদের কাছে একনাগাড়ে ফোন আসছে কলকাতা থেকে। সকলের একটাই প্রশ্ন, কেমন আছেন অভিজিৎবাবু? তিনি দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক ধাপে পেট থেকে অতিরিক্ত ফ্লুইড অপসারণ করার পর তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের কথায়, “প্রথম পর্যায়ে শরীরের রেসপন্স যথেষ্ট আশাজনক। তবে পূর্ণ সুস্থতার জন্য দীর্ঘ চিকিৎসা প্রয়োজন।”
শুক্রবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে কলকাতা থেকে দিল্লি নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন চিকিৎসক ও পরিজন। এরপরই তাঁকে এইমসের আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে নজরদারি শুরু হয়। বিজেপি-র এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, “চিকিৎসা যথেষ্ট ভাল হচ্ছে। প্রতিদিন মেডিক্যাল বোর্ড থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে। পরিবারকে নিয়মিত তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট রাখা হচ্ছে।” এইমস সূত্রে খবর, আপাতত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অত্যন্ত নিয়ন্ত্রিত খাদ্য তালিকার মধ্যে রাখা হয়েছে। হৃদযন্ত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক দিকগুলির ওপরও নিয়মিত পর্যবেক্ষণ চলছে। যদিও চিকিৎসকদের মতে, সাময়িক উন্নতি দেখা গেলেও প্যানক্রিয়াস-জনিত জটিলতা থেকে পুরোপুরি মুক্তি পেতে গেলে দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার বলে মত চিকিৎসক মহলের।
তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতির চিকিৎসার তত্ত্বাবধানে সরাসরি নজর রাখছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নড্ডা (Jagat Prakash Nadda) ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)-র তরফ থেকেও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে বলে সংসদ সচিবালয়ের তরফে জানানো হয়েছে। পাশাপাশি লোকসভার তরফ থেকে এমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশও জারি হয়েছে। কলকাতা থেকে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর ভাই ও ভাইয়ের স্ত্রী। সঙ্গে রয়েছেন তাঁর ভাইপো ও ঘনিষ্ঠ সহকারীও। তাঁদের সমস্ত সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও পূর্ব মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)-কে। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন দিব্যেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, “আমরা অভিজিৎবাবুর পাশে রয়েছি। তাঁর পরিবারের পক্ষ থেকেও প্রত্যেক মুহূর্তে আপডেট রাখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ রাখছি। ওঁর শরীরের অবস্থা এখন আগের তুলনায় অনেকটাই ভাল।” তবে চিকিৎসকরা কোনও তাড়াহুড়োর পথে হাঁটছেন না। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে বলেই মনে করছেন তাঁরা। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, “যদিও রোগীর অবস্থা স্থিতিশীল, তবে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। অন্তত আরও কিছু সপ্তাহ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।”
উল্লেখ্য, কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যায় ভর্তি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেও তাঁর শরীর থেকে ফ্লুইড বের করে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য বিজেপি নেতৃত্ব ও পরিবার মিলে সিদ্ধান্ত নেন, তাঁকে দিল্লির এইমসে স্থানান্তর করা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় শুক্রবার দুপুরে। এদিকে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফোনে এইমসের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন শুক্রবার রাতে। এক সূত্র জানায়, শুভেন্দুবাবু সবশেষে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান ও পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। সব মিলিয়ে, একদিকে যেমন চিকিৎসা চলছে পূর্ণ মনোযোগে, তেমনই রাজনৈতিক মহলেও নজর কেন্দ্রীভূত হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের দিকে। আপাতত সকলেই আশাবাদী, তাঁর দ্রুত আরোগ্য কামনাতেই অপেক্ষা করছেন অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : President of India participates in a mass yoga demonstration on the International Yoga Day
