পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ : একসময় তাঁদের নিয়ে বলিপাড়ায় চলত গুঞ্জন। কেউ স্পষ্ট কিছু বলেননি, তবে একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর খবর উড়ে বেড়াত পেজ থ্রি-র পাতায়। সেই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)। শুধু সম্পর্কের স্বীকারোক্তিই নয়, অভিনেত্রী হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) নিয়ে একসময় যেভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন, তা ফের তুলে এনে নারীর মর্যাদার সপক্ষে জোরাল বার্তাও দিলেন।
এষা গুপ্তা ও হার্দিক পাণ্ডিয়া। ছবি : সংগৃহীত
সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা বলেন, ‘‘হ্যাঁ, ক’য়েক মাস কথা হয়েছিল আমাদের। ভাবছিলাম হয়ত কিছু একটা হবে। তবে হওয়ার আগেই ভেঙে গেল সব।’’ এখানেই থামেননি অভিনেত্রী। স্মৃতির সরণিতে ফিরে গিয়ে তিনি বলেন, ‘‘দু-একবার দেখা হয়েছিল ঠিকই। কিন্তু তাৎক্ষণিক একটা মায়া হয়ত তৈরি হয়েছিল, যেটা ধরে রাখা যায়নি। বুঝে গেলাম সময়টা আমাদের ছিল না, বোঝাপড়াটাও বোধহয় তৈরি হয়নি। আর ঠিক সেই কারণেই প্রেমটা শেষ পর্যন্ত পরিণতি পেল না। তবে কোনও তিক্ততা নেই। রাগ তো নয়ই।’’ একসময় সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে হার্দিকের উদ্দেশে খোলা চিঠির মতো বক্তব্য রেখেছিলেন এষা। যা নিয়ে তৎকালীন সময়ে বেশ আলোড়ন পড়েছিল নেটদুনিয়ায়। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘কফি উইথ করণ’ (Koffee with Karan) নামের জনপ্রিয় টক শো-তে এসে বেশ ক’য়েকটি বিতর্কিত মন্তব্য করে বসেন হার্দিক পাণ্ডিয়া। একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে আত্মতৃপ্তি মিশ্রিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তাঁর বক্তব্যে নারীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এমনকী তাঁকে ‘নারীবিদ্বেষী’ বলেও কটাক্ষ করা হয় বিস্তর। সেই সময়ই মুখ খোলেন এষা। এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, এই ধরনের মন্তব্য সম্পর্কে তাঁর অভিমত কী? এষা বলেন, “প্রথমত, ছেলেদের আমাদের সঙ্গে তুলনা করা বন্ধ করা উচিত। আমরা যে কতটা সহ্য করি, সেটা হয়ত বোঝা যায় না। প্রতি মাসে পাঁচ দিন আমাদের ঋতুস্রাব হয়। সেই সময়েও আমাদের অফিস যেতে হয়, নাচ করতে হয়, সন্তানদের দেখভাল করতে হয়। ওঁরা সেটা পারলে তবে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারেন।”
এষা গুপ্তা। ছবি : সংগৃহীত
আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘আমরা সন্তান জন্ম দিই। আমাদের দেহটাই প্রমাণ করে আমরা কতটা শক্তিশালী। এই শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যেও আমরা যে জীবনের ছন্দ ধরে রাখি, তা তুলনার ঊর্ধ্বে। যাঁরা এসব বোঝেন না, তাঁরাই এমন মন্তব্য করেন।’’ হার্দিক পাণ্ডিয়া অবশ্য সেই সময় অনুষ্ঠানটির জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। প্রকাশ্যেই জানিয়েছিলেন, তাঁর কথার জন্য যদি কারও মনে আঘাত লেগে থাকে, তবে তিনি দুঃখিত। এষার মন্তব্য যে শুধুই প্রাক্তন প্রেমিকের উদ্দেশে নয়, তা স্পষ্ট করেন তিনি নিজেই। বলেন, “আমি কাউকে ছোট করতে চাই না। কিন্তু এমন কিছু কথা বলা যায় না যা গোটা নারীসমাজকে আঘাত করে। নারীদের মর্যাদা কেউ কেউ ভুলে যান, মনে করিয়ে দেওয়া তখন দায়িত্ব হয়ে দাঁড়ায়।” বর্তমানে হার্দিক পাণ্ড্য ভারতের অন্যতম পরিচিত মুখ। জাতীয় দলের পাশাপাশি তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করছেন। অন্যদিকে, এষা গুপ্তা নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। বিভিন্ন ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করছেন তিনি। তাঁদের পথ এখন একেবারেই আলাদা। সম্পর্কের ইতি, পুরনো গুঞ্জন কিংবা বিতর্ক, সব পেরিয়ে এষার এই বক্তব্য শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, যেন এক সামগ্রিক বার্তা। নারী হিসেবে যে প্রতিদিনই এক ধরনের লড়াই চলতে থাকে সমাজের চোখে, তারই প্রতিধ্বনি যেন ছিল তাঁর কণ্ঠে। এষার কথায়, “আমি কেবল নিজের কথা বলছি না। আমি বলছি তাঁদের হয়ে, যাঁরা প্রতিদিন নিজেদের প্রমাণ করে চলেছেন, সংসার সামলাচ্ছেন, অফিস করছেন, সন্তান বড় করছেন। আমরা শুধু সমান নই, আমরা অনেক ক্ষেত্রেই বেশি।” এই বার্তাই যেন সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সম্পর্কের বাইরেও ব্যক্তি ও মূল্যবোধের জায়গা কতটা গুরুত্বপূর্ণ, তা ফের একবার সামনে আনলেন এষা গুপ্তা।
Esha Gupta | ‘আমরা ঋতুস্রাব সহ্য করি, সন্তানও জন্ম দিই’ হার্দিককে বিঁধে এষা গুপ্তার সাফ বার্তা
Sasraya News
Listen
পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ : একসময় তাঁদের নিয়ে বলিপাড়ায় চলত গুঞ্জন। কেউ স্পষ্ট কিছু বলেননি, তবে একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর খবর উড়ে বেড়াত পেজ থ্রি-র পাতায়। সেই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)। শুধু সম্পর্কের স্বীকারোক্তিই নয়, অভিনেত্রী হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) নিয়ে একসময় যেভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন, তা ফের তুলে এনে নারীর মর্যাদার সপক্ষে জোরাল বার্তাও দিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা বলেন, ‘‘হ্যাঁ, ক’য়েক মাস কথা হয়েছিল আমাদের। ভাবছিলাম হয়ত কিছু একটা হবে। তবে হওয়ার আগেই ভেঙে গেল সব।’’ এখানেই থামেননি অভিনেত্রী। স্মৃতির সরণিতে ফিরে গিয়ে তিনি বলেন, ‘‘দু-একবার দেখা হয়েছিল ঠিকই। কিন্তু তাৎক্ষণিক একটা মায়া হয়ত তৈরি হয়েছিল, যেটা ধরে রাখা যায়নি। বুঝে গেলাম সময়টা আমাদের ছিল না, বোঝাপড়াটাও বোধহয় তৈরি হয়নি। আর ঠিক সেই কারণেই প্রেমটা শেষ পর্যন্ত পরিণতি পেল না। তবে কোনও তিক্ততা নেই। রাগ তো নয়ই।’’ একসময় সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে হার্দিকের উদ্দেশে খোলা চিঠির মতো বক্তব্য রেখেছিলেন এষা। যা নিয়ে তৎকালীন সময়ে বেশ আলোড়ন পড়েছিল নেটদুনিয়ায়। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘কফি উইথ করণ’ (Koffee with Karan) নামের জনপ্রিয় টক শো-তে এসে বেশ ক’য়েকটি বিতর্কিত মন্তব্য করে বসেন হার্দিক পাণ্ডিয়া। একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে আত্মতৃপ্তি মিশ্রিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তাঁর বক্তব্যে নারীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এমনকী তাঁকে ‘নারীবিদ্বেষী’ বলেও কটাক্ষ করা হয় বিস্তর। সেই সময়ই মুখ খোলেন এষা। এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, এই ধরনের মন্তব্য সম্পর্কে তাঁর অভিমত কী? এষা বলেন, “প্রথমত, ছেলেদের আমাদের সঙ্গে তুলনা করা বন্ধ করা উচিত। আমরা যে কতটা সহ্য করি, সেটা হয়ত বোঝা যায় না। প্রতি মাসে পাঁচ দিন আমাদের ঋতুস্রাব হয়। সেই সময়েও আমাদের অফিস যেতে হয়, নাচ করতে হয়, সন্তানদের দেখভাল করতে হয়। ওঁরা সেটা পারলে তবে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারেন।”
আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘আমরা সন্তান জন্ম দিই। আমাদের দেহটাই প্রমাণ করে আমরা কতটা শক্তিশালী। এই শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যেও আমরা যে জীবনের ছন্দ ধরে রাখি, তা তুলনার ঊর্ধ্বে। যাঁরা এসব বোঝেন না, তাঁরাই এমন মন্তব্য করেন।’’ হার্দিক পাণ্ডিয়া অবশ্য সেই সময় অনুষ্ঠানটির জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। প্রকাশ্যেই জানিয়েছিলেন, তাঁর কথার জন্য যদি কারও মনে আঘাত লেগে থাকে, তবে তিনি দুঃখিত। এষার মন্তব্য যে শুধুই প্রাক্তন প্রেমিকের উদ্দেশে নয়, তা স্পষ্ট করেন তিনি নিজেই। বলেন, “আমি কাউকে ছোট করতে চাই না। কিন্তু এমন কিছু কথা বলা যায় না যা গোটা নারীসমাজকে আঘাত করে। নারীদের মর্যাদা কেউ কেউ ভুলে যান, মনে করিয়ে দেওয়া তখন দায়িত্ব হয়ে দাঁড়ায়।” বর্তমানে হার্দিক পাণ্ড্য ভারতের অন্যতম পরিচিত মুখ। জাতীয় দলের পাশাপাশি তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করছেন। অন্যদিকে, এষা গুপ্তা নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। বিভিন্ন ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করছেন তিনি। তাঁদের পথ এখন একেবারেই আলাদা। সম্পর্কের ইতি, পুরনো গুঞ্জন কিংবা বিতর্ক, সব পেরিয়ে এষার এই বক্তব্য শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, যেন এক সামগ্রিক বার্তা। নারী হিসেবে যে প্রতিদিনই এক ধরনের লড়াই চলতে থাকে সমাজের চোখে, তারই প্রতিধ্বনি যেন ছিল তাঁর কণ্ঠে। এষার কথায়, “আমি কেবল নিজের কথা বলছি না। আমি বলছি তাঁদের হয়ে, যাঁরা প্রতিদিন নিজেদের প্রমাণ করে চলেছেন, সংসার সামলাচ্ছেন, অফিস করছেন, সন্তান বড় করছেন। আমরা শুধু সমান নই, আমরা অনেক ক্ষেত্রেই বেশি।” এই বার্তাই যেন সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সম্পর্কের বাইরেও ব্যক্তি ও মূল্যবোধের জায়গা কতটা গুরুত্বপূর্ণ, তা ফের একবার সামনে আনলেন এষা গুপ্তা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kajol : মা কাঁদলে ব্যথা পায় সন্তান, তাই মায়ের ছবি পছন্দ নয় নাইসা-যুগের
Author: Sasraya News
Also Read
Shinjan Academy’s Annual Concert 2025: A Vibrant Celebration of Art & Culture
John Abraham family plan | ‘পরিবার গড়া নয়, এখন নিজেকে গড়ার সময়’ : জন আব্রাহামের স্পষ্ট বার্তা
Genelia D’Souza | ‘ভালবাসা নিজস্ব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে’: সম্পর্ক নিয়ে অনুরাগীকে পরামর্শ জেনেলিয়া ডি’সুজার
Kiara Advani Sidharth Malhotra baby, Alia Bhatt reaction | সিদ্ধার্থ-কিয়ারার কন্যাসন্তানের আগমনে তারকাদের উচ্ছ্বাস: আলিয়া থেকে করণ জোহর, সেলিব্রেশনের ঝড়
IND vs ENG 4th Test : বুমরাহ, পন্থ, করুণ বাদ? ম্যাঞ্চেস্টার টেস্টে বড়সড় বদলের আভাস টিম ইন্ডিয়ায়
Devendra Fadnavis, Uddhav Thackeray, Maharashtra politics | ২০২৯ পর্যন্ত বিরোধী দলে যাওয়ার প্রশ্নই নেই, তবে চাইলে আমাদের সঙ্গে যোগ দিন : উদ্ধবকে ফড়নবীসের খোঁচা
Newlywed Indian ViralNews | বিয়ের রাতেই গর্ভাবস্থা পরীক্ষা করতে বললেন বর, রাগে ফেটে পড়লেন নববধূ! কী ঘটল শেষ পর্যন্ত?
Student suicide love letter : ৪০টি গোলাপের আর্জি চিঠিতে, রামপুরহাটের ছাত্রীর রহস্যমৃত্যুতে তোলপাড়