



পাঁচ রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ছত্রিশগড়ে বিধানসভা ভোট দুই দফায়। প্রথম দফার ভোট গ্রহণ ৭ নভেম্বর ও দ্বিতীয় দফার ভোট ১৭ নভেম্বর। মিজোরামে বিধানসভা নির্বাচন এক দফাতেই। ভোট গ্রহণ ৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ভোট গ্রহণ ১৭ নভেম্বর। তেলেঙ্গানায় ভোট নভেম্বরের ৩০ তারিখ ও রাজস্থানে ভোট ২৩ নভেম্বর। জাতীয় নির্বাচন কমিশনার জানান, ঘোষিত পাঁচ রাজ্যেফ নির্বাচনের ফলাফল ঘোষণা ৩ ডিসেম্বর। এবং পাঁচ রাজ্যের সমস্ত নির্বাচন সংক্রান্ত কাজ শেষ হবে ৫ ডিসেম্বর। রাজনৈতিক ওয়াকিবহাল মনে করছে, এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে, আগামী লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলির নিজেদের অবস্থানও।
ছবি : প্রতীকী
