Sasraya News

Thursday, June 19, 2025

Election Commission : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সীমানা পুনঃবিন্যাসের খসড়া প্রকাশিত হবে ১৯ নভেম্বর

Listen

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সীমানা পুনঃবিন্যাসের খসড়া প্রকাশিত হবে ১৯ নভেম্বর

সাশ্রয় নিউজ : ২ মে ২০২৩ শেষ হচ্ছে, চলতি পঞ্চায়েতের মেয়াদ। তার আগে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-এর সীমানা পুনঃ বিন্যাস ও আসন সংরক্ষণের খসড়া প্রকাশিত হবে ১৯ নভেম্বর ২০২২-এর ভেতর। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এমনি জানানো হয়েছে। এ বিষয়ে কোনও অভিযোগ থাকলে ২ নভেম্বরের ভেতরেই অভিযোগ জানাতে হবে। সেই অভিযোগের সুরাহা ১৬ নভেম্বরের মধ্যে করা হবে, এমনি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে, রাজ্য নির্বাচন কমিশন সুত্রে এমনি জানানো হয়েছে। কমিশন সুত্রে আরও খবর, ৯০০ ভোটার পিছু একটি গ্রাম পঞ্চায়েত কেন্দ্র, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৪,৫০০ ভোটার পিছু একটি কেন্দ্র ও জেলা পরিষদের ৬০,০০০ ভোটার পিছু একটি আসনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment