



শনিবার ইডেন ম্যাচের জন্য কলকাতা মেট্রোরেলওয়ের বিশেষ পরিষেবা
Eden Match, Icc Cricket world cup 2023, Icc Men’s ODI Cricket World Cup 2023 India, Kolkata Metro Railway, England vs Pakistan Match, Kolkata, Eden Gardens, World Cup Match,
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড ও পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের জন্য মেট্রো রেলে চাপ কমাতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রখাতে বিশেষ পদক্ষেপ কলকাতা মেট্রোরেলওয়ের। মেট্রো রেলওয়ে কলকাতা সূত্রে খবর, ওইদিন ম্যাচ শেষে একজোড়া বাড়তি মেট্রো চালাবে মেট্রোরেলওয়ে কলকাতা। মেট্রোরেল সুত্রে খবর, রাত ১১ টায় দু’টি মেট্রো দুই দিকে রওনা দেবে। একটি যাবে কবি সুভাষ-এর দিকে অপরটি দক্ষিণেশ্বর-এর দিকে। দুটো মেট্রোই গন্তব্যে পৌঁছতে সময় নেবে ১৮ মিনিট। অর্থাৎ ১১:১৮ -এর ভেতর গন্তব্য স্টেশনে পৌঁছে যাবে মেট্রো দু’টি।
