ED Raid : মুর্শিদাবাদে আমলার বাড়িতে ইডি তল্লাশি

SHARE:

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদের এক আমলার বাড়িতে ইডি তল্লাশি। মঙ্গলবার বিষ্ণুপুরে সঞ্চায়ন পান নামে এক এনডিসি ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে পৌঁছয়। সেই বাড়িটিতে সঞ্চায়ন ভাড়া থাকেন।

সূত্রের খবর, সঞ্চায়ন পান ১০০ দিনের কাজ প্রকল্পে “ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ছিলেন। এছাড়াও হুগলির একটি ব্লকে বিডিও হিসেবেও তিনি কাজ করেন। হুগলির ধনেখালিতেও ইডি’র একটি দল অভিযান চালাচ্ছেন। সূত্র মারফৎ এখনও পর্যন্ত খবর, ১০০ দিনের কাজে আর্থিক দুর্নীতির কিনারা করতেই মুর্শিদাবাদে ওই এনডিসি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকেই সঞ্চায়ন পান-এর ভাড়া বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত খবর, তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

পাশাপাশি, নওদার বহিষ্কৃত তৃণমূল নেতা রথীন দে-এর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। বহিষ্কৃত তৃণমূল নেতার বাড়ি থেকে খুব কাছেই সঞ্চায়নের ভাড়াবাড়ি। এনডিসি ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চায়ন পানের বহরমপুরে ভাড়া বাড়ি ছাড়াও ইডির অন্য আধিকারিকরা পৌঁছন তাঁর সল্টলেকের বাড়িতেও।

-প্রতীকী ছবি 

আরও পড়ুন : 

Congress Election Committee : পশ্চিমবঙ্গে কংগ্রেসের নির্বাচনী কমিটির দায়ত্বে অধীর চৌধুরী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন