Sasraya News

Friday, March 28, 2025

Earthquake : ভুমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের দুই জেলা

Listen

ভুমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের দুই জেলা

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : সোমবার সন্ধেবেলা ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের দুই জেলা। কোচবিহার ও জলপাইগুড়িতে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়ায়। বহুতল থেকে বাড়ির নিচে নেমে পড়েন বাসিন্দারা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১ বলে উল্লেখ। ক’য়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়। তাতেই উদ্বিগ্ন হন মানুষজন। সূত্রের খবর, বাংলাদেশ, নেপাল, ভূটান ও চিনেও কোথাও কোথাও ভূমিকম্প হয়। তবে কোনও প্রাণহানি বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment