Sasraya News

Friday, March 28, 2025

DYFI, Insaf Yatra : আজ ১৩৫ কিলোমিটার পথ হাঁটবেন DYFI কর্মীরা 

Listen

আজ ১৩৫ কিলোমিটার পথ হাঁটবেন DYFI কর্মীরা 

সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও বেকারদের নিয়োগের দাবিতে ইনফাফ যাত্রা (Insaf Yatra)  কর্মসূচি ডিইওয়াইএফআই (DYFI) -এর। গতকাল কোচবিহার (Coochbehar) থেকে পদযাত্রা শুরু করেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) ও ধ্রুবজ্যোতি সাহা (Dhrubajyati Saha)-এর নেতৃত্বে বাম-যুবরা। আগামী দু-মাস পদযাত্রা করবে ডিওয়াইএফআই। আগামী ৭ জানুয়ারি ব্রিগেড পৌঁছে তাঁরা প্রকাশ্য সমাবেশে অংশ নেবেন। উল্লেখ্য, শুক্রবার রাতে ২৮ কিলোমিটার হেঁটে আলিপুরদুয়ার (Alipurduar) পৌঁছন। আজ শনিবার ১৩৫ কিলোমিটার পদযাত্রা করে আলিপুরদুয়ার থেকে বানারহাট (Banarhat) পৌঁছবেন ফালাকাটা (Falakata) হয়ে। ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে ডিওয়াইএফআই রাজ্যের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন সহ পথ সভা করে প্রচার অভিযান করেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment