Sasraya News

Wednesday, June 18, 2025

Duyare Sarkar : আজ থেকে আবার শুরু দুয়ারে সরকার

Listen

আজ থেকে আবার শুরু দুয়ারে সরকার

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি ক্যাম্প। সূত্রের খবর, রাজ্যে এই প্রথমবারের মতো শুরু হচ্ছে বুথ স্তরে ক্যাম্প। প্রাথমিকভাবে আবেদন পত্র জমা নেওয়া হবে ও পরবর্তীতে পরিষেবা প্রদান করা হবে বলে জানা যায়। প্রথম দশদিন আবেদন পত্র গ্রহণ ও পরবর্তী ১০ দিন পরিষেবা প্রবাদের ভেতর দিয়েই দুয়ারে সরকারের সূচি সাজানো হয়েছে। ষষ্ঠ পর্বের এই দুয়ারে সরকার কর্মসূচি চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পগুলি দেখাশোনার দায়িত্ব থাকছেন ৪৪ জন  অভিজ্ঞ আইএএস আধিকারিক। ক্যাম্পগুলিতে মোট ৩৩ টি সরকারি পরিষেবা পাওয়া যাবে বলে জানা যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment