Sasraya News

Thursday, February 13, 2025

Durnibar Saha-Oindrila Mohar Sen Become Perents : দুর্নিবার ও মোহরের ঘরে এল একরত্তি

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দুর্নিবার সাহা ও মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের ঘরে এল একরত্তি (Durnibar Saha-Mohor Sen Become Parents)। পুত্র সন্তানের আগমন বার্তা সোশাল মিডিয়ায় জানান,  সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha)। দুর্নিবার সোশাল মিডিয়ায় জানান, “আমরা এখন তিনজন।” তিনি এ-ও জানান, তাঁদের পুত্র সন্তান হয়েছে। ইন্সটাগ্রামে শেয়ার করা একটি কার্ডে দুর্নিবার লেখেন, “কখনও ভাবতেই পারিনি একটা কান্না আমাদের এতটা আনন্দ দেবে। মোহর-দুর্নিবার।” উল্লেখ্য যে, ২০২৩ সালে বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন। বিয়ের আট মাসের মাথাতেই তাঁদের ঘরে যে সন্তান আসতে চলেছে, সেই খবর দিয়েছিলেন। অবশেষে রবিবার ঐন্দ্রিলার কোল আলো করে এল তাঁদের কাঙ্ক্ষিত একরত্তি। খুশি তাঁদের অনুরাগীরাও। খুশির খবর পেয়ে তাঁরাও শুভেচ্ছায় ভাসিয়ে নিয়ে যান দুর্নিবার ও মোহরকে (Durnibar-Mohor)।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Dev and Mithun : দেব ও মিঠুন জুটি ফিরছেন ফর্দায়!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment