Sasraya News

Durgapur : যাবজ্জীবন কারাদণ্ড কয়লা মাফিয়া খুনের ৮ অভিযুক্তদের

Listen

যাবজ্জীবন কারাদণ্ড ৮ অভিযুক্তের, সাজা ঘোষণা দূর্গাপুর মহাকুমা আদালতের

সাশ্রয় নিউজ ★ দূর্গাপুর : কয়লা মাফিয়া হত্যাকাণ্ডে ৮ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল দূর্গাপুর মহাকুমা আদালত। ২০১৬ সালে কয়লা মাফিয়া শেখ আমিন ও শেখ মুজহার-এর হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন ওই ৮ জন। মঙ্গলবার আদালত দোষী সাব্যস্ত করে শেখ সানিউল ( সানাই শেখ) শাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গির শেখ জনিউল,বাবর আলি, শেখ শাহজাহানকে। বুধবার তাঁদের আদালতে তোলা হলে, আদালত দোষীদের যাবজ্জীবন সাজা বহাল রাখে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read