



ইয়ংজেনারেশনের দূর্গাৎসব
সাশ্রয় নিউজ : গতকাল ছিল মহাষ্টমী। সকাল থেকেই রাস্তায় ভিড়। দোকানে দোকানে তিল ধারণের জায়গা নেই। মিষ্টির দোকানগুলির কর্মীদের ক্রেতাদের আবদার সামলাতে নাভিশ্বাস সারাদিন। মিষ্টি কচুড়ি বোদের চাহিদা সকাল থেকেই।
মণ্ডপে মণ্ডপে ভিড় ভোর থেকেই। হবে না-ই বা কেন! বাঙালির বারোমাসে তেরো পার্বণ হলেও মা-দূর্গার পুজো তো বছরে চারদিনই।
মহাষ্টমীর সকালে বারোয়ারী কিংবা হাল আমলের থিম পুজো, সমস্ত মণ্ডপেই অঞ্জলি দেওয়ার ভিড় ছিল দৃষ্টি আকর্ষণ করার মতন। আর তরুণ তরুণীদের ভেতরেও সেই উন্মাদনা দেখা গেল সকাল থেকেই। কেউ বেরিয়েছেন মা বাবা ভাই বোনদের সঙ্গে, আবার কেউ প্রিয় মানুষটির সঙ্গে হাতে হাত রেখে। বেশিরভাগ ছেলেরা পাঞ্জাবি পাজামা ও মেয়েরা শাড়িতে সকাল সকাল পুজো মণ্ডপ গুলি আলোকিত করে ঘুরছিলেন। উঁহু, সঙ্গে সেল্ফিও বাদ যায়নি কিন্তু। তাঁদের কথায়, পুজো তো এই কদিনের। সেলফি নেব না তা হয় নাকি! আসলে মহা অষ্টমীতো বাঙালির আরেকটি ভ্যালেন্টাইন্স ডে। বিশ্ব যতই এগোক না কেন জেন-ফাইভের তরুণ তরুণীরা কিন্তু তাঁদের রীতি ভুলে যাননি।
