



শনিবার অথবা মঙ্গলবার যদি সপ্তমী পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে বা ঘোড়ায়। ফল-চরম বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি। শাস্ত্রের ভাষায়, ছত্রভঙ্গন্তরঙ্গমে! আসলে ঘোড়া যেমন দ্রুতগামী এবং প্রভুভক্ত, ঠিক তেমনই তার আচরণে উদভ্রান্ত ভাব প্রকাশ পায়। লিখেছেন : পিনাকী চৌধুরী
দুর্গাপুজোর (Durga Puja 2024) কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। শহরের পুজোকমিটিগুলোর প্রস্তুতি চলছে। আর ক’দিন পরেই নীল আকাশে পেঁজা তুলোর মত সাদা মেঘের ভেলা, আন্দোলিত কাশফুল, ভোরের নরম আলো, শিউলি ফুলের সুবাস যেন জানান দেবে দেবীর বোধনের দিন আসন্ন ! বস্তুতঃ চারিদিকেই একটা পুজো পুজো গন্ধ! তবে দেবী দুর্গার আগমন এবং গমন কিসে হয়, তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। মূলত গজ, নৌকা, দোলা এবং ঘোটক, এই চারটির যে কোনও একটি চড়ে দেবী দুর্গা মর্ত্যে আসেন এবং দশমীতে পুনরায় কৈলাশে ফিরে যান।
এইবছর, অর্থাৎ ২০২৪ সালে বৃহস্পতিবার, ১০ অক্টোবর সপ্তমী তিথি, তাই এইবছর দেবীর আগমন ঘটবে দোলায় চড়ে, ফল-মড়ক, এবং যেহেতু শনিবার, ১২ অক্টোবর দশমী তিথি পড়েছে, তাই গমন ঘোটকে চড়ে, ফল- ছত্রভঙ্গ! শাস্ত্রে বলা হয়েছে “রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌমরোঃ / গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে !” আপাতনীরিহ এই কথাগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিভিন্ন শুভাশুভ ফল আমরা লাভ করি। অর্থাৎ সপ্তমী যদি রবিবার অথবা সোমবার পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ঘটবে গজে, মানে হাতিতে। একইভাবে দশমী যদি রবিবার অথবা সোমবার পড়ে তাহলে দেবী দুর্গা গমন করবেন গজে চড়ে। ফল-শস্যপূর্ণা বসুন্ধরা। মানে মর্ত্যে শস্যের ফলন ভাল হবে। কিন্তু ‘ঘোটকে শনি ভৌমরোঃ’? অর্থাৎ শনিবার অথবা মঙ্গলবার যদি সপ্তমী পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে বা ঘোড়ায়। ফল-চরম বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি। শাস্ত্রের ভাষায়, ছত্রভঙ্গন্তরঙ্গমে! আসলে ঘোড়া যেমন দ্রুতগামী এবং প্রভুভক্ত, ঠিক তেমনই তার আচরণে উদভ্রান্ত ভাব প্রকাশ পায়। তবে ‘ ‘গুরৌ শুক্রে চ দোলায়াং’। অর্থাৎ বৃহস্পতিবার অথবা শুক্রবার যদি সপ্তমী পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ঘটবে দোলায় চড়ে! ফল-দোলায়াং মড়াকাং ভবেৎ! মানে হচ্ছে, দেবী দুর্গা দোলায় চড়ে এলে অথবা গমন করলে মর্ত্যে মৃত্যুমিছিল ( মড়ক ) দেখা দিতে পারে! এখানে উল্লেখ্য যে, দোলা হল পালকির মতো একটি যান, যার স্থিরতা কম, সবসময়ই দোদুল্যমান অবস্থায় থাকে! কিন্তু ‘নৌকায়াং বুধবাসরে’? বুধবার যদি সপ্তমী পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ঘটবে নৌকায় চড়ে, একইভাবে দশমী যদি বুধবার পড়ে তাহলে দেবী দুর্গা গমন করবেন নৌকায় চড়ে, শাস্ত্রে বলা হয়েছে ‘নৌকায়াং জলবৃদ্ধিশ্চ শস্যবৃদ্ধি’! অর্থাৎ মর্ত্যে জল বৃদ্ধি পাবে এবং শস্য বৃদ্ধি পাবে।
আরও পড়ুন :Motivation : PEARLS OF WISDOM TO BOOST YOUR MOTIVATION
