Sasraya News

Durga Puja : শিশুদের নৃত্যানুষ্ঠান

Listen

শিশুদের নৃত্যানুষ্ঠান

সাশ্রয় নিউজ : এ বছর মণীন্দ্রনগর মিলনী ক্লাব-এর 74 তম দুর্গাপূজা বার্ষিকী অনুষ্ঠানে মহাঅষ্টমীর সন্ধ্যায় গান পরিবেশন করলেন তৃণা সাহা এবং কচিকাঁচাদের নৃত্যে মন জয় করল আনায়া পাল ও বর্ণিতা দাস। পরিবেশ ছিল নজর কাড়ার মতন।

মিলনী ক্লাব-এর মণ্ডপ

 

4 নম্বর মিলনী সংঘ-এর পুজো কমিটির সম্পাদক বিনয় রায় জানান, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা স্বনামের সঙ্গে 74 বছর পার করছি। বিশেষ বিশেষ সময় এই মিলনী পুজো কমিটি একাধিক পুরস্কার পেয়েছে জেলার শিরোপায়। আগমী বছর 75 বর্ষ উদযাপিত হবে তার প্রস্তুতি আমাদের মা যাবার বিকেলের পর শুরু হয়ে যাবে।

মিলনী সংঘ-এর মণ্ডপের পাশে সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। স্থানীয় সংস্কৃতি সম্পন্ন মানুষ তাঁদের ভেতরের সুপ্ত সৃজনশীলতা প্রকাশের স্থান পাচ্ছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read