Sasraya News

Durga Puja : জমজমাট মহানবমীর রাত্রি

Listen

যেও না নবমী নিশি…

 

যেওনা নমমি নিশি!
সারাদিন বৃষ্টি, নমমী নিশিতেও মণ্ডপমুখী দর্শনার্থীরা

সারাদিন বৃষ্টিতে উৎসবের আনন্দে বাধা। নবমীর দিন ভালো কাটল না মানুষের। তবু বৃষ্টির চোখরাঙানো উপেক্ষা করে নবমীর রাত্রে মানুষজন এসেছেন মণ্ডপে মণ্ডপে। ইসলামপুরের হড়হড়িয়া মনসা তলা পূজা কমিটি। সামাজিক নানান মেসেজ দিয়েছে। যেমন হেলমেট পরে গাড়ি চালান, বাল্য বিবাহ ইত্যাদি। থিম : কেদারনাথ ধাম।

ইসলামপুরের আরেকটি সার্বজনীন দূর্গাৎসব, পাগলী মায়ের পুজো। দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই পুজো স্থানীয়দের চেষ্টায় উদযাপিত হয়। এবারের পুজোতেও সব মানুষের উৎসাহ ও উচ্ছ্বাসে খামতি নেই। কথা বললেন এই পুজোর সঙ্গে প্রায় ৩০ বছর থেকে যুক্ত প্রবীণ সেবাইত ও পুরোহিত সুদীপ চক্রবর্তী…

সাড়ে চারশো বছরের পুরনো দুর্গোৎসব, বুড়ি মাতা মন্দির আয়োজন করেছিল। বৃষ্টি এই মণ্ডপে ছাপ রাখতে পারেনি উৎসবের আনন্দে। রাণীনগর ১ ব্লকের এই পুজো অন্যতম ঐতিহ্যশালী পুজো।

১৫০ বছর ধরে স্থানীয় মানুষজনের চেষ্টায় দেবী দূর্গা পুজিত হন চকবাজার পাড়া মন্দিরে। সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেল দেখা যায় মণ্ডপে।


ম্পূর্ণ সাবেকিয়ানায় বিগত ৩০ বছর থেকে দুর্গাপুজো হয়ে আসছে ইসলামপুর শীতলা মন্দির-এ। এবারেও ব্যতিক্রম হয়নি। ৩১ বছরে পদার্পণ করল এই দূর্গা পুজো।

গোয়াস সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব। সাবেকি পুজো। সম্পূর্ণ ঘরোয়াভাবে এখানে বহু বছর ধরে পুজিত হন মা দূর্গা।

প্রতিবেদক : আবু সায়েম, সৌমিক দাস (রুকাই)  মুর্শিদাবাদ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read