Sasraya News

Thursday, June 19, 2025

Durga Puja : এবার কেউ ডাকেননি ওঁদের 

Listen

এবার কেউ ডাকেননি ওঁদের

সাশ্রয় নিউজ : ওঁরা কেউ অন্য জেলা থেকে আসেন। কেউ মুর্শিদাবাদেরই। আসেন মানুষকে নিজেস্ব কৃষ্টির সুষমা পৌঁছে দিতে।

ওঁরা পুরুষ ও নারী প্রত্যেকে ক্ষেতে কাজ করেন। উৎসবের দিনগুলিতে জেলায় জেলায় চলে যান, নিজেদের সংস্কৃতি সকলের কাছে পৌঁছে দিয়ে একটু অর্থের মুখ দেখার আশায়।

না, তেমন কেউ ওঁদের মণ্ডপ আলোকিত করতে ডাকেননি এবার। তাই সমগ্র বহরমপুর শহর ঘুরে ঘুরে বাঙলার ঐতিহ্যশালী আদিবাসী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন। কেউ কেউ খুশি হয়ে হাতে যা সামান্য অর্থ গুঁজে দিচ্ছেন, তাতেই তাঁদের আনন্দের ঝলক।

তাতেই কী তাঁদের হাল ফিরবে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে প্রায় হারাতে বসা যে সংস্কৃতি নিজেদের চেষ্টায় এই সময়ের মানুষের কাছে এগিয়ে দিচ্ছেন, এ জন্য কুর্ণিশ এইসব মানুষগুলিকে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment