



সাশ্রয় নিউজ ★ নিউটাউন: মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাট থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হন বছর পঁচিশের যুবক সৃঞ্জয় দাশগুপ্ত। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সৃঞ্জয় বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথম পক্ষের স্বামীর একমাত্র পুত্র। তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে ছড়ায় চাঞ্চল্য।
মৃত্যুর ক’য়েক ঘণ্টার মধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজে হয় সৃঞ্জয়ের ময়নাতদন্ত। হাসপাতাল সূত্রে খবর, পৌঁনে পাঁচটা নাগাদ সম্পন্ন হয় এই প্রক্রিয়া। রাতেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসে তদন্তকারী আধিকারিকদের। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সৃঞ্জয়ের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ‘ফাউল প্লে’ বা আত্মহত্যারও কোনও প্রমাণ নেই। বরং মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিকিৎসকেরা উল্লেখ করেছেন, অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস—অর্থাৎ অগ্ন্যাশয়ে তীব্র প্রদাহ এবং রক্তক্ষরণ। সেই সঙ্গেই উঠে এসেছে আরও একাধিক শারীরিক জটিলতার ইঙ্গিত। রিপোর্ট অনুযায়ী, সৃঞ্জয়ের হৃদ্যন্ত্র, লিভার ও কিডনির আকার স্বাভাবিকের তুলনায় বড় ছিল। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যা থাকলে এই ধরনের অস্বাভাবিকতা দেখা দিতে পারে। অনুমান করা হচ্ছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই অগ্ন্যাশয়ের রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে সৃঞ্জয়ের দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। এ মৃত্যু নিছক শারীরিক জটিলতা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ—তা জানতে তদন্তে জোর দিচ্ছেন তদন্তকারীরা। সৃঞ্জয়ের অকালমৃত্যুতে শোকাহত পরিবার। তবে অস্বাভাবিক এই ঘটনার পুরো সত্য জানতে অপেক্ষায় সবাই। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত রহস্য থেকেই যাচ্ছে এই মৃত্যু ঘিরে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Dilip Ghosh Son Death : দিলীপ ঘোষের ছেলের রহস্য মৃত্যু, চাঞ্চল্য
