



বেশি বাড়াবাড়ি করলে ওখানকার জল ও বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হবে : দিলীপ ঘোষ
সাশ্রয় নিউজ ★ খড়্গপুর : সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ-এর খড়গপুর পুরসভা অভিযানে অংশ নেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। রাজ্যের ডেঙ্গী পরিস্থিতি নিয়ে ওই কর্মসূচি ছিল বলে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সূত্রে খবর। মঙ্গলবার ওই অভিযানে দিলীপ ঘোষ বলেন, ‘খড়গপুর শহরের পুর-এলাকায় আবর্জনা পরিষ্কার হচ্ছে না। শহরের কমবেশি সব ওয়ার্ডেই আবর্জনার স্তূপ। মশার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডেঙ্গীতে আক্রান্ত হচ্ছেন মানুষ। খড়িদায় ডেঙ্গীতে মারা গিয়েছেন এক গৃহবধূ।’ এদিন দিলীপ ঘোষ ডেঙ্গীর পাশাপাশি পুলিশকে আক্রমণাত্মক স্বরে বলেন, ‘সাধারণ মানুষের হেলমেট ধরার নাম করে টাকা কামানো ছাড়া পুলিশের কোনও কাজ নেই। চুরি, ছিনতাই, খুন হলে পুলিশকে খুঁজে পাওয়া যায় না। এখন পুলিশ সুপার সপ্তাহের ক’য়েক দিন খড়গপুরের অফিসে বসছেন। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারদের বাংলো রয়েছে রেল এলাকায়। বেশি বাড়াবাড়ি করলে ওখানের জল, বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হবে।’
-ফাইল চিত্র
