Sasraya News

Diamond Harbour Hospital : হাসপাতালে বিষাদের সুর

Listen

হাসপাতালে বিষাদের সুর

সাশ্রয় নিউজ ★ডায়মন্ডহারবার : রায়দীঘি হাসপাতালে ক’য়েক মাস একজন সদ্যোজাত উদ্ধার হয়। ওই অজ্ঞাত পরিচয় শিশু উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। সদ্যোজাতটির চিকিৎসার জন্য পাঠানো হয়, ডায়মন্ডহারবার হাসপাতালে। ওই হাসপাতালে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা কন্যা সন্তানের জন্ম দেন। দু’টিই শিশু কন্যা। তাঁরা হাসপাতালের নার্সদের সন্তান স্নেহে বড় হয়ে উঠতে থাকে। এতদিন দুই শিশুকে পরিচর্যা করে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি হাসপাতালের নার্সরা। প্রশাসন ওই শিশুদের গত শনিবার হোমে পাঠানোর ব্যবস্থা করেন। শিশুদের কোল থেকে নামিয়ে অন্য কলে তুলে দিতে গিয়ে মনখারাপ আটকে রাখতে পারেননি বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read