



ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচন শুরুতেই রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি
সাশ্রয় নিউজ ★ ধূপগুড়ি : সকাল সাতটার সময় শুরু হয় ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গ্রহণের শুরুতেই রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি। বিজেপি’র অভিযোগ, ভোট গ্রহণ কেন্দ্রের ঠিক দরজার সামনে রাজ্যপুলিশ ভোটার স্লিপ করে বলে উল্লেখ। এই ঘটনার বিরুদ্ধে বিজেপি কমিশনে যাবেন বলে সংবাদ মাধ্যমকে জানান। উল্লেখ যে ধূপগুড়ি বিধানসভার ২৬০ টি বুথে ভোট গ্রহণ চলছে। ২০২১ সালে বিজেপি প্রার্থী বিষ্ণপদ রায়-এর মৃত্যুতে আসনটি ফাঁকা হয়। বাম-কংগ্রেস জোট, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ভেতর ত্রিমুখী লড়াই আসনটি ঘিরে।
ছবি : প্রতীকী
