



সাশ্রয় নিউজ ★ কলকাতা : টলিপাড়ায় গুঞ্জন শুরু। ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও মিঠুন (Dev and Mithun) জুটি! দেব গত ক’য়েক বছর ধরে বড় দিনে ছবি প্রকাশ করছেন। এর আগে বড়দিনেই মুক্তি পায় প্রযোজক অতনু রায় চৌধুরী ও ডিরেক্টর অভিজিৎ সেন-এর ছবি ‘টনিক’ ও ‘প্রজাপতি’ ছবি দু’টি। গত বছর বড় দিনে মুক্তি পায় ‘প্রধান’ ছবিটি। এই তিনটি ছবিই সুপার হিট করে। এবছরও অতনু রায় চৌধুরী, অভিজিৎ সেন ও দেব নতুন চমক দেবেন বলেই টলিপাড়া সূত্রে খবর। এবার ‘প্রজাপতি’ ছবির সিক্যুয়েল আসার পূর্বাভাস পাওয়া যায়। যদি তা-ই হয়, তবে ফের মিঠুন চক্রবর্তী ও দেবকে (Mithun Chakraborty and Dev) দেখা যাবে। কিন্তু পরিচালক অভিজিৎ সেন ও অতনু রায় চৌধুরী একটি বাংলা সংবাদমাধ্যমকে জানান, “আমি শুনছি, কেউ বলছে ‘প্রজাপতি’ সিক্যুয়েল, আবার কেউ বলছে ‘প্রধান’-এর! সমাজমাধ্যমে এরকম খবর রটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখনও কিছুই ঠিক হয়নি।” -ফাইল চিত্র
আরও পড়ুন : DA Protest : DA আন্দোলনকারীদের অনশন মঞ্চ খোলা নিয়ে বিতর্ক
