Sasraya News

Dev : সংসদে সরব সাংসদ দেব

Listen

সংসদে সরব সাংসদ দেব 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সমস্যায় পড়তে হয় অনেক সময়ই। দীর্ঘ রেল যাত্রায় তা আরও বেশি করে সমস্যায় পড়তে হয়। আসন সংরক্ষণ করলেও অসুস্থ ও বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে অনেক সময়ই মেলে না লোয়ার বার্থ। গতকাল সংসদে সাংসদ দীপক অধিকারী রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব-এর কাছে জানতে চান, দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিক, মহিলা ও অসুস্থ যাত্রীদের বসা বা শোয়ার ব্যবস্থা আছে কী না? কেন্দ্রীয় রেলমন্ত্রীর মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর প্রশ্নের উত্তরে জানান, ‘ট্রেনের প্রত্যেকটি কামরাতেই নির্দিষ্ট কিছু সংখ্যক বার্থ প্রবীণ নাগরিক, মহিলাদের জন্য বরাদ্দ করা থাকে।’ সাংসদ দীপক অধিকারী ওরফে দেব  লিখিতভাবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আরও জানতে চান, প্রবীন নাগরিকরা দূর পাল্লার ট্রেনে লোয়ার বার্থ কেন পাচ্ছেন না? প্রবীণ নাগরিকদের টিকিটে কোনও ছাড় আছে কী না? কেন্দ্রীয় রেলমন্ত্রী এই প্রশ্নের উত্তরে জানান, ‘দূরপাল্লার ট্রেনে প্রত্যেকটি কামরাতেই নির্দিষ্ট সংখ্যক কিছু বার্থ প্রবীণ নাগরিক ও বয়স্কদের জন্য বরাদ্দ করা থাকে। স্লিপার ক্লাসে ৬ থেকে ৭টি বার্থ, এসি থ্রি টায়ারে ৫ থেকে ৬টি বার্থ, এসি টু টায়ারে ৩ থেকে ৪টি লোয়ার বার্থ নির্দিষ্ট করা রয়েছে। যদি এরপরও কোনও প্রবীণ নাগরিক বা গর্ভবতী মহিলা আপার বার্থ পান, তবে তিনি টিকিট পরীক্ষককে অনুরোধ করে লোয়ার বার্থ নিতে পারেন। এর জন্য অতিরিক্ত কোনও খরচ বহন করতে হবে না।’ প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় প্রসঙ্গে রেলমন্ত্রী দেবকে জানান, ‘আগে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটের দামে ছাড় দেওয়া হলেও, করোনাকালে সেই ছাড় তুলে দেয় রেল। এরপরে এখনও অবধি নতুন করে কোনও ছাড় ঘোষণা করা হয়নি। ‘ এই প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানাননি আদৌ কবে প্রবীণ নাগরিকদের ছাড় ব্যবস্থা ফিরবে! কিংবা ফিরবে কি না! তবে একটি বড় অংশের প্রবীণ  যাত্রীদের সম্পূর্ণ যাত্রীভাড়া বহন করতে ভীষণই কষ্ট স্বীকার করতে হয়, মানছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। দ্রুত সেই ব্যবস্থা ফিরে আসুক সেই রেলমন্ত্রকের কাছে আবেদন জানানো হবে বলে উল্লেখ।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read