



সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘খাদান’ ছবির নতুন পোস্টার পোস্ট করলেন দেব (Dev)। অভিনেতা তাঁর এক্স হ্যাণ্ডেলের পৃষ্ঠায় সেই পোস্টার শেয়ার করেন। পোস্টারে দেবকে নয়া লুকে দেখাও মেলে। দেব অনুরাগীরা তাঁর নতুন পোস্টার পেয়ে খুব খুশি।

অন্যদিকে, দেবকে ২১ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিস দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির সদর দফতরে সেদিন দেব যাবেন কি-না কোনও বিবৃতি পাওয়া যায়নি। যদিও তৃণমূল মুখপাত্র দেবকে ইডি নোটিশ দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেন। তারই মাঝে সমাজ মাধ্যমে তাঁর আসন্ন ছবির নতুন পোস্টার পোস্ট করেন। -ফাইল চিত্র
