Sasraya News

Department of Education : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ শিক্ষা দপ্তরের 

Listen

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ শিক্ষা দপ্তরের 

সাশ্রয় নিউজ : প্রধান শিক্ষকদের অরিরিক্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ। নির্দেশ দিল শিক্ষা দপ্তর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের এই নির্দেশ। বৃহস্পতিবার শিক্ষা দপ্তর একটি দির্দেশিকায় জানিয়েছে, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই বেতন ফেরাতে হবে’। 

    কেন বেতন ফেরৎ? ২০১৯ সালে রোপা শুরু হয়। রোপা শুরুর আগে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকরা মাইনের সঙ্গে বর্ধিত আরেকটি মাইনে পেতেন। পাশাপাশি ৩ শতাংশ অতিরিক্ত ভাতাও পেতেন তখন। তেমনি উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক মাইনের পাশাপাশি বর্ধিত মাইনে ৪০০-৫০০ পর্যন্ত পেতেন। ২০২০ সালে পে কমিশন শুরু হলে বন্ধ হয়ে যায় অতিরিক্ত মাইনে বা ভাতা। 

    শিক্ষাদপ্তর সুত্রে খবর, সরকারি নিয়ম অমান্য করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিরিক্ত বেতন এতদিন পর্যন্ত নিয়ে চলেছিলেন। শিক্ষাদপ্তর ২ মে একটি নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, অতিরিক্ত বেতন ফেরৎ দেওয়ার জন্য। পুনরায় দ্বিতীয় বার ১৩ অক্টোবর শিক্ষাদপ্তরের নির্দেশিকায় প্রধান শিক্ষকদের দ্রুত অতিরিক্ত বেতন ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read