



ডেঙ্গী বাড়ছে সেইসঙ্গে বাড়ছে প্লেটলেটের চাহিদাও
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে বাড়ছে ডেঙ্গী আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে দাবি করা হয়, গত বৃহস্পতিবার পর্যন্ত চলতি বছরে ১৫ হাজার ডেঙ্গী আক্রান্তের সংখ্যা। ২২ জন ডেঙ্গীতে প্রাণ হারিয়েছেন। বাড়ছে ক্রিটিক্যাল রুগীদের জন্য প্লেটলেটের চাহিদাও। কিন্তু রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল প্লেটলেটের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ। সূত্রের খবর, শুধু ডেঙ্গীই না, অন্যান্য জটিল রোগে আক্রান্ত রুগীরাও প্লেটলেটের চাহিদায় হাপিত্যেশ করছেন। অন্যদিকে চিকিৎসক মহলও উদ্বিগ্ন, ডেঙ্গী যাতে ভয়াবহ আকার না ধারণ করেন। তার জন্য সমস্ত মানুষকে মশারি ব্যবহার করার পরামর্শ চিকিৎসক মহলের। এবং বাড়ির আসেপাশে যাতে জল না জমে সেই দিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাঁদের।
ছবি : প্রতীকী
