



কোটি টাকার জিনিসপত্র উদ্ধার
সাশ্রয় নিউজ : বিলাসবহুল জিনিসপত্র আটক করল শুল্ক দপ্তর। জানা যাচ্ছে একজন যাত্রীর লাগেজে তল্লাশী চাল্য শুল্ক দপ্তরের কর্মীরা। ওই ব্যক্তির লাগেজ থেকে প্রায় ২৮ কোটি টাকার বহু মূল্য জিনিসপত্র পাওয়া গিয়েছে বলে জানা যায়। তার কাছে ৭ টি ঘড়ি, হীরে বসানো গয়না, আইফোন সহ আরও বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে বলে শুল্কদপ্তর সুত্রে খবর। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক কর্মীর কথায়, এই এয়ারপোর্টে এর আগে এত দামি জিনিসপত্র উদ্ধার হয়নি। ৬ অক্টোবর, সোমবার দিল্লি বিমানবন্দরের এই ঘটনার বিমানবন্দরকর্মীরা ও শুল্ক দপ্তরের কর্মীরা আশ্চর্য হয়ে গিয়েছে।
