



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রাজধানীতে ধর্ষণের (Delhi Rape Case) শিকার দার্জিলিংয়ের এক যুবতী। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর অভিযোগ তিনি বিগত এক সপ্তাহ ধরে বিকৃত যৌন অত্যাচার ও ধর্ষণের শিকার। এমনকী, পুরুষবন্ধু তাঁর ওপর গরম ডাল ডেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি নিগৃহীতার।
পুলিশ সূত্রে এ-ও খবর, দার্জিলিং থেকে পরিচারিকার কাজ কাজ নিয়ে বেঙ্গালুরু আসেন। সেখান থেকে তিনি যুবকের সঙ্গে দিল্লির রাজু পার্কে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একত্রবাস করছিলেন। যুবকের সঙ্গে ফোনেই পরিচয় হয়। পুলিশকে তিনি এ-ও জানান, তাঁর বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নিগৃহীতার দেহে কুড়িটিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
প্রসঙ্গত, পুলিশের পিসিআরে এক অপরিচিত ব্যক্তির ফোন যায়। ওই ব্যক্তি পুলিশকে জানান, এক ব্যক্তি তাঁর স্ত্রী’কে বেধড়ক প্রহার করেছে। ওই ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছন ও মহিলাকে উদ্ধার করেন। মহিলা পুলিশের কাছে জবানবন্দী দিয়ে বিস্তারিত জানিয়েছেন বলে পুলিশ সূত্রে উল্লেখ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। -প্রতীকী ছবি
আরও পড়ুন : Adoption : ফুটবলের দেশে গেল বীরভূমের একরত্তি শরৎ
