Sasraya News

Delhi : জামিন হল না সঞ্জয়ের

Listen

জামিন হল না সঞ্জয়ের

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : জামিন হল না আপ সাংসদ সঞ্জয় সিং-এর (Sanjay Singh)। সঞ্জয়ের মামলার শুনানির কথা থাকলেও, বিচারক ছুটিতে থাকায় তা পেছিয়ে যায়। গত শুক্রবার সঞ্জয় জামিনের আবেদন করেন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর পর্যন্ত আপ (Am Admi Party) সাংসদের বিচার বিভাগীয় হেফাজত বৃদ্ধি পায় শুক্রবার। প্রসঙ্গত উল্লেখ্য, আফগারী মামলায় গ্রেফতার আপ সাংসদের এই মামলার ৩ ডিসেম্বরের ভেতর তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দিতে বলে আদালত। এরই ভেতর শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে (Rouse Avenue Court) সঞ্জয় জামিনের আবেদন করেন। সূত্রের খবর, আগামী ২৮ নভেম্বর শুনানির সম্ভবনা বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read