Sasraya News

Friday, March 28, 2025

Delhi : আপ বিধায়কের বাড়িতে ইডি তল্লাশী

Listen

আপ বিধায়কের বাড়িতে ইডি তল্লাশী

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লির আপ বিধায়কের বাড়িতে ইডি তল্লাশী। অর্থ তছরুপ মামলায় আপ বিধায়ক আমানাতুল্লা খান-এর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে উল্লেখ। আমানাতুল্লা খান বর্তমানে দিল্লি ওয়াকফ বোর্ডের সভাপতি। অভিযোগ, ওয়াকফ বোর্ডের অবৈধ নিয়োগ সংক্রান্ত মামলার দিল্লির ওখরা কেন্দ্রের বিধায়ক আমানাতুল্লা খানের নাম উঠে আসে। তাঁর বিরুদ্ধে সরকারী নির্দেশ উপেক্ষা করে ৩২ জনকে নিয়োগ করেন। দিল্লি ওয়াকপ বোর্ডে অবৈধ নিয়োগ সংক্রান্ত একটি এফআইআর জমা পড়ে সিবিআই ও দিল্লি দুর্নীতি-বিরোধী ব্যুরোর কাছে। ওই অভিযোগের ওপর ভিত্তি করেই মঙ্গলবার ইডি আধিকারিকরা হানা দেন আমানাতুল্লা খান-এর বাড়ি। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত বুধবার আপ নেতাসঞ্জয় সিংহকে গ্রেফতার করে ইডি। তাঁকে অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment