Sasraya News

Saturday, February 15, 2025

Defence, Def connect 4.0 : কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং “Def connect 4.o” উদ্বোধনে

Listen

সাশ্রয় নিউজ: দিল্লি: “Defence Minister Rajnath Singh” কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং “Def connect 4.0” উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েই বলেন, “আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বকে গ্লোবাল ভিলেজ বলে সম্বোধন করি। যেখানে আমরা মনে করি মানুষের মধ্যে দূরত্ব এখন কমে গেছে। তাই বলা যায়, আমরাতথ্যপ্রযুক্তির যুগে বাস করছি। যেখানে হাজার কিলোমিটার দূরত্বে বসে থাকা ব্যক্তির তথ্য সেকেন্ডে আমাদের কাছে পৌঁছে যায়।”

তিনি আরও বলেন যে , “Def connect 4.0এই নামের এই ইভেন্টটি ক্রমাগত এগিয়ে চলেছে। যখন ভারতের জাতীয় নিরাপত্তার কথা আসে, তখন প্রতিরক্ষা বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত সকল স্টেকহোল্ডারদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা যখন সকল স্টেকহোল্ডারকে সংযুক্ত করব, তখন আমাদের প্রতিরক্ষা ইকোসিস্টেম অবশ্যই শক্তিশালী হয়ে উঠবে। এই সংযোগের জন্য, ভারত সরকার এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে। ”

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং আরও বলেন, “2014 সালে আমাদের প্রথম সরকার আসার পরপরই প্রধানমন্ত্রী মোদী ‘স্বনির্ভরতার’ স্লোগান দিয়েছিলেন, এই সংযোগের পিছনে প্রধানমন্ত্রীর ‘স্বনির্ভরতা’ মন্ত্র কাজ করছিল। সরকার প্রতিরক্ষা খাতে বেসরকারি খাতের অংশগ্রহণের অভাবকে স্বনির্ভরতা অর্জনের পথে একটি বড় বাধা হিসেবে বিবেচনা করে এবং এটি নিয়ে কাজ শুরু করে।”

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে , “স্বনির্ভরতার মতো বড়ো কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়।বরং এর জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সহয়োগিতা প্রয়োজন ।” তিনি বলেন, “একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে আমাদের শক্তিশালী হবে। এবং একসাথে আমরা ভারতের প্রতিরক্ষা বাস্ততন্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক করে তুলব।”

 যেখানে সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা পাবলিক সেক্টরের উদ্যোগ, উদ্ভাবক এবং নিতিনির্ধারকরা দেশীয় উদ্ভাবন নিয়ে কথা বলেন সোমবার দিল্লিতে একটি ‘DefConnect 4.0 ‘ উদ্বোধন করতে এসে মূল্যবান বক্তব্য রাখেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment