Deepika Padukone Kalki 2898 AD controversy | ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকা পাড়ুকোনকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক! নেট দুনিয়ায় তোলপাড়, মুখ খুললেন অনুরাগীরা

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ঘিরে ফের বিতর্কের ঝড় উঠেছে। নাগ অশ্বিন (Nag Ashwin) পরিচালিত সুপারহিট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) নিয়ে এখন উত্তাল নেট দুনিয়া। কারণ, এক অনুরাগীর দাবি অনুযায়ী, ছবির শেষ ক্রেডিট তালিকা থেকে নাকি বাদ দেওয়া হয়েছিল দীপিকার নাম। সেই অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া, অনেকেই বলছেন, “একজন বিশ্বমানের অভিনেত্রীর প্রতি এটি চরম অসম্মান।” যদিও অন্য একাংশের দাবি, বিষয়টি পুরোপুরি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ঘটনার সূত্রপাত বুধবার। এক অনুরাগী ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির এন্ড ক্রেডিটস বা সমাপ্তি নামের তালিকার একটি ভিডিও পোস্ট করেন এক্স (X)-এ। সেই ভিডিওতে দেখা যায়, ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রীদের নাম স্ক্রল হলেও দীপিকার নামটি দেখা যাচ্ছে না। অনুরাগী লিখেছেন, “একজন অভিনেতার নাম শুধু দেখানোই নয়, সেটাই তার কাজের প্রতি সম্মান ও স্বীকৃতি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -এর মতো একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রীর নাম বাদ দেওয়া মানে তাঁকে অবমূল্যায়ন করা।” তিনি আরও লেখেন, “ছবির নির্মাতারা কেবল অপেশাদারই নন, বরং নিম্নরুচির মানুষ। এমন অসম্মান কোনও দিন মেনে নেওয়া যায় না।” এই পোস্টের পর মুহূর্তে আগুন জ্বলে ওঠে নেটপাড়া। হাজার হাজার রিটুইট, মন্তব্য ও প্রতিবাদের ঢেউ ওঠে সোশ্যাল মিডিয়ায়। বহু অনুরাগী লিখেছেন, “দীপিকা ছাড়া ‘কল্কি’ অসম্পূর্ণ।” কেউ কেউ সরাসরি প্রযোজক সংস্থা বৈজয়ন্তি মুভিজ় (Vyjayanthi Movies) -এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন : Shah Rukh Khan Deepika Padukone first meeting | শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ, দীপিকার সাদা সালোয়ারের আড়ালের অজানা রহস্য

এই বিতর্কের মাঝেই বিপরীত মতও উঠে আসে। নেটিজেনদের একাংশ দাবি করেন, দীপিকার নাম কখনওই বাদ দেওয়া হয়নি। তাঁদের বক্তব্য, “ওটিটি (OTT) প্ল্যাটফর্ম যেমন Amazon Prime বা Netflix -এ কোনও ছবির ক্রেডিট পরিবর্তন করা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। যদি নাম সত্যিই বাদ দেওয়া হত, তবে এত দ্রুত তা ফের যুক্ত করা সম্ভব হতো না।” তাঁদের মতে, এটি সম্পূর্ণ এক বিভ্রান্তিকর দাবি, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত দীপিকা বা ছবির নির্মাতাদের কেউই এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি। অভিনেত্রী নীরব, প্রযোজক সংস্থার পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে, সত্যিই কি দীপিকার নাম বাদ দেওয়া হয়েছিল, না কি এটি কেবলই সোশ্যাল মিডিয়ার এক গুজব?

উল্লেখ্য, কিছুদিন আগেই দীপিকা শর্ত দিয়েছিলেন যে, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই সিদ্ধান্তের পর থেকেই নাকি একাধিক বড় প্রযোজনা সংস্থা তাঁর সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করে। এরই মধ্যে গত সেপ্টেম্বর মাসে বৈজয়ন্তি মুভিজ় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, কল্কি ২৮৯৮ এডি -এর সিক্যুয়েলে থাকছেন না দীপিকা। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছিল, “আমরা দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছি যে, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ‘কল্কি ২৮৯৮ এডি’ -এর সিক্যুয়েলের অংশ থাকবেন না। এই প্রকল্পে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারছি না। এমন একটি বিশাল প্রজেক্টে দায়বদ্ধতা অপরিহার্য। দীপিকার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই।”
এই ঘোষণার পর থেকেই শুরু হয় নানা জল্পনা। কেউ বলেন, কাজের সময়সীমা নিয়ে মতবিরোধের কারণেই নাকি তাঁকে বাদ দেওয়া হয়েছে, কেউ আবার দাবি করেন, দীপিকার গর্ভাবস্থা এবং মাতৃত্বজনিত কারণে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। এখন ক্রেডিট বাদ যাওয়ার ঘটনার পর সেই পুরনো বিতর্ক আবারও নতুন করে জ্বলে উঠেছে। প্রসঙ্গত, নাগ অশ্বিনের এই সাই-ফাই মেগা প্রজেক্টে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), কমল হাসান (Kamal Haasan) ও দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তির পর থেকেই সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছিল প্রায় সর্বত্রই।

নেটিজেনদের দাবি, দীপিকার নাম বাদ যাওয়া যদি সত্যিই ঘটে থাকে, তাহলে এটি শুধুই ব্যক্তিগত অসম্মান নয়, তা শিল্পীসত্ত্বার প্রতি অবমাননা। এক ব্যবহারকারী লেখেন, “যিনি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তাঁর নাম এমনভাবে মুছে দেওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির মুখে চপেটাঘাত।”
এই বিতর্কে আপাতত চুপ করে থাকলেও বলিউড মহলে আলোচনা শুরু হয়েছে, “দীপিকাকে (Deepika Padukone) নিয়ে এত বড় ফিল্মে এমন ঘটনার সম্ভাবনাই বা কীভাবে তৈরি হয়?” অনেকেই বলছেন, “যদি এটি ভুলও হয়ে থাকে, তবু এমন একটি ভুলের দায় এড়ানো যায় না।” দেখা যাক, নির্মাতারা শেষ পর্যন্ত এ বিষয়ে কী ব্যাখ্যা দেন। তবে একটি বিষয় স্পষ্ট, দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিতর্ক মানেই যেন বলিউডে নতুন আলোচনার সূচনা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone Mental Health Ambassador | দীপিকা পাড়ুকোন মানসিক স্বাস্থ্যের দূত, ভারত সরকারের নতুন দায়িত্বে অভিনেত্রী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন