



পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ★ মুম্বই : মুম্বইয়ের আকাশে আজ বৃষ্টি নেই। কিন্তু স্মৃতির পাতায় সেই ধূসর দুপুরগুলো এখনো রঙ ছড়ায়, বললেন মডেল ও অভিনেতা মুজ্জামিল ইব্রাহিম (Muzammil Ibrahim)। তাঁর দাবি, বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) একসময় ছিলেন তাঁর প্রেমিকা। এমনকী প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন দীপিকা নিজেই। সময়টা তখন দু’জনেরই ক্যারিয়ারের শুরু। দীপিকা তখন সদ্য বেঙ্গালুরু ছেড়ে মুম্বই এসেছেন। তিনি পরিচিত হলেও বলিউডে তখনও পা রাখেননি। আর মুজ্জামিল তখন টেলিভিশন ও মডেলিং দুনিয়ায় পরিচিত মুখ। এই দুই তরুণের মধ্যেকার প্রেমের কথা এতদিন রয়ে গিয়েছিল আড়ালেই। সম্প্রতি প্রকাশ্যে উঠে এলো সেই ‘ভেজা’ প্রেমকাহিনি।
মুজ্জামিলের কথায়, “দীপিকাকে প্রথম থেকেই সবাই চিনত, কারণ ও প্রকাশ পাড়ুকোনের মেয়ে। তাই ওকে আলাদা করে নিজের পরিচিতি গড়ে তুলতে হয়নি। আমরা প্রায় দু’বছর সম্পর্কে ছিলাম। আর ও-ই প্রথম প্রেমের প্রস্তাব দেয়। তখন আমরা দু’জনেই অনেকটা সময় কাটাতাম একসঙ্গে। বর্ষায় ভিজে রাস্তায় হাঁটা, অটোতে ঘোরা, এ সব কিছুই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল।”

সে সময় দীপিকা যতটা না পরিচিত ছিলেন অভিনেত্রী হিসেবে, তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে। মডেলিংয়ে সবে পা রেখেছেন, অভিনয়ের স্বপ্ন তখন ধীরে ধীরে আকার নিচ্ছে। অন্যদিকে মুজ্জামিল তখন একাধিক মিউজিক ভিডিয়ো, ফ্যাশন শো ও ধারাবাহিকে ব্যস্ত। তাঁর বক্তব্য, “সত্যি বলতে, তখন আমি দীপিকার তুলনায় অনেক বেশি সফল ছিলাম, অনেক বেশি উপার্জন করতাম। কিন্তু সেটা কখনোই আমাদের সম্পর্কের অন্তরায় হয়নি। ও খুব সরল স্বভাবের মেয়ে ছিল।” তবে কেন ছিঁড়ে গেল সেই প্রেমের সুতো? সেই প্রশ্নের উত্তরে মুজ্জামিল সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন জীবন ও সময়ের জটিলতায়। “সেই সময়গুলো খুবই সুন্দর ছিল। তবে জীবন তো বদলায়। কাজের ধারা, পেশাগত সিদ্ধান্ত, সাফল্য এ সব মিলিয়ে দূরত্ব তৈরি হয়েই যায়। তবে দীপিকার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল অনেকদিন পর্যন্ত। ওর বিয়ের আগেও কথা হয়েছে। কিন্তু তারপর আর কোনও সংযোগ নেই,” জানান মুজ্জামিল।

বর্তমানে দীপিকা বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী, তাঁর নামের পাশে যোগ হয়েছে আন্তর্জাতিক স্তরের খ্যাতিও। দীর্ঘ দিন প্রেমের পর তিনি বিয়ে করেন অভিনেতা রণবীর সিংহকে (Ranveer Singh)। সুখী সংসারে তাঁদের এখন এক সন্তানও রয়েছে। অন্যদিকে মুজ্জামিল বলছেন, “আমি দীপিকাকে আজও টিভিতে দেখি। ওর কাজ, সাফল্য দেখে খুব ভাল লাগে। গর্ব হয় একসময় আমি ওর জীবনের অংশ ছিলাম। মনে পড়ে ফেলে আসা দিনগুলো।” তবে এই মন্তব্যের পর বলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। দীপিকার অতীত নিয়ে আগেও নানা রকম খবর শিরোনামে এসেছে। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) থেকে যুবরাজ সিংহ (Yuvraj Singh), সিদ্ধার্থ মাল্যা (Siddharth Mallya) থেকে রণবীর কপূর (Ranbir Kapoor) বহু সম্পর্ক নিয়ে কথা হয়েছে। কিন্তু মুজ্জামিল ইব্রাহিমের কথা এই প্রথম এত স্পষ্টভাবে উঠে এল। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। কী বলবেন দীপিকা এই প্রসঙ্গে? এই প্রেমকাহিনির সবচেয়ে আকর্ষণীয় অংশ সম্ভবত এই যে, একজন সফল তারকার অতীতের এমন এক অধ্যায় আজও অন্য একজনের জীবনে রয়ে গেছে স্মৃতির মতো। যে স্মৃতি রোম্যান্টিক, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আর ফিরে যাওয়া সম্ভব নয়।
মুজ্জামিল তাঁর বক্তব্যে বারবার জানিয়েছেন, দীপিকার সাফল্যে তাঁর কোনও ঈর্ষা নেই। বরং তিনি খুশি যে এক সময়ের সেই সহচর আজ এতদূর পৌঁছেছেন। “ওর জন্য ভালোবাসা আছে। অভিমান নয়। শুধু কখনো কখনও একটা মনখারাপ জাগে যদি সেই দিনগুলো আবার এক মুহূর্তের জন্যও ফিরে আসত,” একরাশ নস্টালজিয়া মিশিয়ে বললেন মুজ্জামিল। এতদিন পরেও সেই বর্ষার ভেজা অটো রাইড, হাত ধরা হাঁটা, কিংবা ভাগ করা চা-এর কাপ রয়ে গেছে হৃদয়ের পাতায়। দীপিকা হয়তো ভুলে গেছেন। কিন্তু কেউ কেউ কিছুই ভোলেন না। সেই কিছু না ভুলতেই হয়তো আজ এই স্মৃতিচারণ।
ছবি : সংগৃহীত
পড়ুন : Singer Arijit Singh : অরিজিৎ সিং : জিয়াগঞ্জ থেকে বিশ্বমঞ্চে সুরের যাদুকর
