Sasraya News

Wednesday, June 18, 2025

Deepika Kakkar : অভিনেত্রী দীপিকা কক্করের ১৪ ঘণ্টার সফল সফল অস্ত্রোপচার

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের (Deepika Kakkar) শরীরে ধরা পড়া টেনিস বলের মতো আকারের টিউমার। অবশেষে সেটি অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসকদের সূত্রে খবর, অস্ত্রোপচারটি দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে চলে ও সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন দীপিকা।

স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে হাসপাতালে দীপিকা কক্কর। ছবি : সংগৃহীত 

প্রসঙ্গত উল্লেখ্য যে, যকৃতের বাঁ দিকে থাকা টিউমারটি ধরা পড়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর অনুরাগীদের মধ্যে। দীপিকার (Deepika Kakkar) স্বামী শোয়েব ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় খবরটি সামনে আনেন। তিনি জানান, দীপিকার শরীরে একটি টিউমার পাওয়া গিয়েছে। যার আকার টেনিস বলের মতো। চিকিৎসকদের মতে, যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করে টিউমারটি বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। তবে অস্ত্রোপচারের আগে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা বাকি ছিল, যার ফলে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। পরীক্ষার রিপোর্টে প্রথমে সন্দেহ জাগে, টিউমারটি ক্যানসারাস হতে পারে। এই কারণেই চিকিৎসকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ে। তবে অস্ত্রোপচারের পর টিউমারটি পাঠানো হয়েছে বায়োপসির জন্য। রিপোর্ট এলে নিশ্চিতভাবে বলা যাবে সেটি ম্যালিগন্যান্ট কি না। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত দীপিকার শারীরিক অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার দীর্ঘ অস্ত্রোপচারের পর এক বিবৃতিতে শোয়েব ইব্রাহিম বলেন, ‘‘দীপিকার অস্ত্রোপচার সফল হয়েছে। যদিও সময়টা ছিল খুব কঠিন। ও খুব সাহসের সঙ্গে লড়েছে। ওর জন্য সবাই যেভাবে প্রার্থনা করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এখন শুধু ওর দ্রুত সুস্থতা কামনা করছি।’’

স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে দীপিকা কক্কর

দীপিকা কক্কর ‘সসুরাল সিমরকা’, ‘কাহান হাম কাহান তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৩ সালে মা হন তিনি। অভিনয় থেকে বর্তমানে কিছুটা বিরতি নিয়ে পারিবারিক জীবনে মনোযোগী হয়েছিলেন দীপিকা। কিন্তু হঠাৎ করেই টিউমারের বিষয়টি সামনে আসায় তাঁর পরিবার ও অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।

পড়ুন: Old man and old Woman : ‘ছেলে-মেয়ের ঘরে নয়, একাকীত্বেই শেষ বেলা’ : ছোট পরিবার, বড় সমস্যার মুখে বহু প্রবীণরা

বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে দীপিকা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, অস্ত্রোপচারের পরে সংক্রমণের ঝুঁকি থাকে বলেই তাঁকে সম্পূর্ণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী কয়েকদিন চিকিৎসা চলবে এবং তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা এখনও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।

ছবি: সংগৃহীত
পড়ুন : Restless : এই সময় কেন বড় অস্থির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment