Sasraya News

Saturday, February 15, 2025

Death of minor: নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Listen

সাশ্রয় নিউজ : জলপাইগুড়ি : সুখা নদীতে ভেসে এলো অজ্ঞাত পরিচয় হীন নাবালিকার দেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগড়া কাটা থানার শুল্কা পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙাপাড়া সুখা নদীর ধারে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলেই উল্লেখ।

স্থানীয় সূত্রে জানা যায় সুখা নদীর ধারে সকালের প্রাতক্রিয়া করতে গিয়েই মৃতদেহটি নজরে পড়ে এলাকবাসীর। স্থানীয় মানুষ তড়িঘড়ি নাগড়াকাটা থানায় খবর দিলে। নাগড়াকাটা থানার পুলিশ ঘটনা স্থলে এসে পৌঁছয় বলেই খবর। এখন পর্যন্ত অজ্ঞাত পরিচয় হীন নাবালিকার পরিচয় জানা যায়নি। পুলিশ ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে। নাগড়াকাটা থানা পুলিশ জানিয়েছেন ময়না তদন্তেরপরই সব রহস্য জানা যাবে। মেয়েটির দেহ আসলে কি ভাবে এখানে এল । ধন্দে পুলিশ ।

আরও পড়ুন :  Purbasthali : গৃহবধূর রহস্য মৃত্যু

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment