Sasraya News

Deadbody Recoverd : বহরমপুর ভাগীরথী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : বহরমপুরে  ভাগীরথী নদীতে থেকে অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার (Deadbody Recoverd)।  রবিবার স্থানীয় মানুষজন ওই মাঝবয়সী ব্যক্তির দেহ ভাসমান অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বলে উল্লেখ। সূত্রের খবর যে, এখনও অবধি ওই ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির পরিচয় ও কীভাবে ওই দেহটি গঙ্গায় ভেসে এল তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা ৮ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read