



লখনউ থেকে উদ্ধার নাবালিকা
সাশ্রয় নিউজ ★ দক্ষিণ দিনাজপুর : এক যুবকের বিরুদ্ধে একজন নাবালিকাকে অপহরণ করার অভিযোগ জমা পড়ে হরিরামপুর থানায়। নাবালিকার বাড়ির লোক জানান, গত ১৫ মার্চ তাঁদের মেয়েকে এক যুবক অপহরণ করে লখনউ নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের সুন্দেল গ্রামে। মেয়েটি বেটনা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নামেন। পুলিশ লখনউ থেকে উদ্ধার করেন ওই নাবালিকাকে। যুবক গ্রেফতার হন পুলিশের হাতে। অন্যদিকে নাবালিকা জানান, ‘কী করে এমন ঘটনা ঘটে গেল, বুঝতে পারছি না!’ নাবাকিকার মা পুলিশকে জানান, ‘ক’য়েকজন মিলে নাবালিকাকে অপহরণ করে।’ মেয়েকে ফিরে পেয়ে তিনি পুলিশকে কৃতজ্ঞতাও জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
