



সাশ্রয় নিউজ ডেস্ক ★ দক্ষিণ দিনাজপুর : বনধকে কেন্দ্র করে সংঘর্ষ দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur)। বুধবার বিজেপি ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি। দক্ষিণদিনাজপুর জেলার বুনিয়াদপুরের শিবপুরে বনধকারী বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয় বলে উল্লেখ। ঘটনায় ২ জন বিজেপি কর্মীর মাথা ফাটে বলে সূত্রের খবর। আহত দু’জন বিজেপি কর্মীকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন দলের অন্য কর্মীরা। সেখানেই তাঁদের চিকিৎসা হয় বলে খবর। তবে বিজেপি কর্মীদের ওপর হামলার কথা অস্বীকার তৃণমূল কংগ্রেসের। কী ঘটেছিল? বিশেষ সূত্রে খবর যে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার শিবপুরে বনধের সমর্থণে পিকেটিং চলছিল বিজেপির। সূত্রের আরও খবর, এমন সময় তৃণমূল কংগ্রেসের ক’য়েকজন কর্মী চড়াও হয় বিজেপির ওই পিকিংয়ে। ঘটনায় ৬ জন বিজেপি কর্মী আহত। গুরুতর আহত দু’জন বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : Army Truck Accident : দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, হয় ৩ জওয়ান
