



সাশ্রয় নিউজ ডেস্ক ★ আলিপুর দুয়ার : দৈনিক বজ্রকণ্ঠ (Dainik Bajrakantha) পত্রিকা থেকে প্রকাশিত হল কবি উত্তম চৌধুরী-কে নিয়ে বিশেষ সংখ্যা। সোমবার সাহিত্যিক অর্ণব সেন এই বিশেষ সংখ্যাটি উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বেণু সরকার, দেবাশিস ভট্টাচার্য, অম্বরীশ ঘোষ সহ আরও অনেকে। সংখ্যাটি হাতে নিয়ে সকলেই প্রসংশা করেন। ৪৪ জন কবি সাহিত্যিকরা কবি উত্তম চৌধুরীকে নিয়ে কলম ধরেছেন এই বিশেষ সংখ্যায়। ১৯৭৮ সাল থেকে লেখালেখি শুরু করেন কবি উত্তম চৌধুরী। দেশ বিদেশের বহু পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। এছাড়াও পেয়েছেন তিনি নানান সম্মান।
ইতিমধ্যে দৈনিক বজ্রকণ্ঠ বিশ্ব সাহিত্যে নিজের জায়গা স্থানী করে নিয়েছে। ত্রিপুরা থেকে রাজেশ চন্দ্র দেবনাথ সম্পাদিত এই পত্রিকাটিই একমাত্র দীর্ঘস্থায়ী দৈনিক কবিতা পত্রিকা। পত্রিকাটি কবিতা ও কবিতা বিষয়ক বিভিন্ন বিষয়ে কাজ করে চলেছে। সম্প্রতি প্রকাশিত হয় ‘দৈনিক বজ্রকণ্ঠ’ এর ২০০০ তম সংখ্যা।
