



ছোট্ট আঁখির হাতে আবার প্রাণ পেল দৈনিক বজ্রকণ্ঠ
নিজস্ব প্রতিনিধি ★ সাশ্রয় নিউজ : ছোট্ট শিশু আঁখি দেবনাথ-এর হাত ধরে আবারও প্রাণ ফিরে পেল কবিতা পত্রিকা দৈনিক বজ্রকণ্ঠ (Dainik Bajrakantha)। ১ জানুয়ারি ২০২৪ থেকে শুরু হল কবিতা পত্রিকা দৈনিক বজ্রকণ্ঠ-এর নতুন করে পথ চলা। ১ জানুয়ারি কবিতা পত্রিকাটির ১৭৮১ তম সংখ্যা প্রকাশিত হয়।
টানা ১৭৮০ দিন ধরে আগরতলা থেকে এই কবিতা পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছিল। ২০১৮ সালের ২৬ জানুয়ারি দৈনিক বজ্রকণ্ঠ (Dainik Bajrakantha) পত্রিকার যাত্রা শুরু হয়। এরপর আর পিছনে তাকাতে হয়নি। ইতিহাসের পর ইতিহাস তৈরি করে এই পত্রিকাটি।আলোড়ন তৈরি হয় কবি সাহিত্যিকদের মধ্যে। দৈনিক বজ্রকণ্ঠ পত্রিকাটি নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছে। সবসময় কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যায় এই পত্রিকাটি।
উল্লেখ্য যে, ১৭৮০ তম সংখ্যা অব্দি নিয়মিত প্রকাশের পরে পত্রিকাটির কিছুদিনের জন্য বন্ধ ছিল। এরপর পুনরায় দৈনিক বজ্রকন্ঠ (Dainik Bajrakantha) ১ জানুয়ারি থেকে ছোট্ট শিশু আঁখি দেবনাথ এর হাত ধরে আবারও প্রতিদিন প্রকাশ শুরু। ১৭৮১ তম সংখ্যায় যাঁরা লিখেছেন, তাঁরা হলেন কবি চন্দ্রিমা দত্ত, বেণু সরকার সেলিম, মুস্তাফা দেবারতি দে, শতদল আচার্য, অমলকান্তি চন্দ, নীলাদ্রি দেব, সঙ্ঘমিত্রা নিয়োগী, প্রকাশ ঘোষাল।
আরও পড়ুন : IND vs SA, 2nd Test : দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল ভারত
