Sasraya News

Friday, March 28, 2025

Dada Saheb Phalke Award : দাদা সাহেব ফলকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ওয়হিদা রহমান

Listen

দাদা সাহেব ফলকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ওয়হিদা রহমান

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভারত সরকারের দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২৩ -এর জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী। পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত বর্ষিয়াণ অভিনেত্রী। স্মরণ করেন দেব আনন্দকেও। ওয়াহিদার বলেন, ‘২৬ সেপ্টেম্বর দেব আনন্দের জন্মদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।’ অভিনেত্রী আরও বলেন, ‘এটি একটি বিশাল সম্মান ও বিশেষত্ব যে ভারত সরকার এমন একটি মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য বেছে নিয়েছে।’ ভক্তদেরও জানিয়েছেন অভিনেত্রী।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment