Sasraya News

DA : যৌথমঞ্চের ডাকে মহা সমাবেশ

Listen

যৌথমঞ্চের ডাকে মহা সমাবেশ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের খাতে যথাযথ বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসেন গতপকাল। ঠিক তাঁর ধর্নামঞ্চ থেকে মাত্র ৬০০ মিটার দূরত্ব বকেয়া ও কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে আন্দোলন ও অনশন করছেন। আজ সংগ্রামী যৌথমঞ্চের মহাসমাবেশে বাম-কংগ্রেস সহ বিজেপি নেতাদেরব উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয় বলে উল্লেখ। শহরের বিভিন্ন রাস্তা দিকে সরকারি কর্মচারীরা মিছিল করে সমাবেশ স্থলে পৌঁছবেন বলে সূত্রের খবর।  অন্যদিকে ডিএ-এর দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন ৬০ দিনে পড়ল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read