Sasraya News

Thursday, June 19, 2025

Cyclone Sitrang : সিত্রাং আতঙ্ক

Listen

সিত্রাং আতঙ্ক

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বঙ্গোপসাগরে ঘণিভূত নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মধ্যবর্তী কোনও স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা বলে জানা যাচ্ছে হাওয়া অফিসসূত্রে।

 

সিত্রাং আছড়ে পড়ার সময়

আতঙ্কে বাংলা। সতর্কতা জেলায় জেলায়।

 

গতি থাকতে পারে ১০০-১১০ কিমি প্রতি ঘন্টায়। আজ সোমবার, সমুদ্র উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৭০-৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের অন্যান্য জেলায় ঘন্টায় ৪০-৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভবনা। ভারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা। অতি ভারি বৃষ্টির সম্ভবনার কথা স্পষ্ট করেছে আলিপুর হাওয়া অফিস। সোমবার ভারি বৃষ্টি হতে পারে নদীয়া ও দুই চব্বিশ পরগণা জেলায়। মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদে। আগামীকাল মঙ্গলবারও আবহাওয়া পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতে ঘন্টায় ৫০-৬০ কিমি গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জলোচ্ছ্বাসের সম্ভবনা আছে সমুদ্রে। ৫-৬ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিশেধাজ্ঞা জারি আছে। পর্যটকদেরও সমুদ্রভ্রমণে না যাওয়ার জন্য বলেছেন আহহাওয়াবিদরা। দুই চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলার সব রকম ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাওয়া অফিসের। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment