



সাশ্রয় নিউজ ডেস্ক ★ পূর্বস্থলী : সোমবার শ্রীরামপুর পূর্বস্থলীর সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডল আয়োজিত ৩০ তম কবিতা উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়ে গেল। বিপন্ন সমাজ চিত্রের দর্শনকে সৃজনশীল দৃষ্টিকোণের আঙ্গিকে কবিতায় গাঁথতে পারার অমৃতকীর্তন যজ্ঞে সামিল হয়েছিলেন অগণিত কবিরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিরামপুর ভবতারিণী গার্লস উচ্চ বিদ্যালয়ে, সকাল ১০টা থেকে।

৩০ তম কবিতা উৎসবের মঞ্চেই ৩০ তম উত্তরণ পত্রিকার শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদগ্ধ কবিরা। পত্রিকাটির উপদেষ্টামণ্ডলীর মধ্যে আছেন স্ত্রী স্বপন দেবনাথ, শ্রী দেবাশীষ নাগ, শ্রী অসিত হাজরা ও শ্রী বিশ্বজিৎ আইচ। পত্রিকাটির সভাপতি শ্রী বিশ্বজিৎ আইচ ও সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ সরকার।
প্রদীপ প্রজ্জ্বলন, নৃত্য পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া আরও অনেক বিদগ্ধজনেরা। প্রসঙ্গত উল্লেখ্য, পত্রিকায়ি প্রকাশিত হয় ও শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডল থেকে। এদিনের অনুষ্ঠানে কবিদের সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন জায়গা থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠের ভেতর দিয়ে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক সিরাজুল ইসলাম, এছাড়াও প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা আধিকারিক প্রিয়ব্রত মুখার্জি, কবি মমতা রায় চৌধুরী প্রমুখ।
